স্বপ্নের ইডি সাব্বির হাসান নাসিরের শুভ জন্মদিন

Looks like you've blocked notifications!
সাব্বির হাসান নাসির। ফাইল ছবি

দেশের অন্যতম জনপ্রিয় সুপারশপ স্বপ্ন’র নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসিরের জন্মদিন আজ। যার হাতে পরিসর বেড়েছে, স্বপ্ন হয়েছে স্বনীল।

সাব্বির হাসান যখন স্বপ্নে যোগ দেন তখন এর স্টোরের অবস্থা অনেকটাই দুর্বল। ক্রেতা কম ছিল। অনেকের অভিযোগও ছিল। ক্রেতাদের কিছুটা স্বস্তি ও কৃষকদের ন্যায্য দাম দেওয়ার জন্য সরাসরি প্রান্তিক কৃষকের কাছ থেকে পণ্য কেনার সিদ্ধান্ত নেন তিনি। এতে পণ্যের দাম কমানোর সুযোগ তৈরি হয়। কৃষকেরাও খুশি হন। ধীরে ধীরে স্বপ্নের বাজার হিস্যাও বাড়তে শুরু করে। বর্তমানে সুপারশপের মধ্যে স্বপ্নের পণ্য বিক্রির পরিমাণ ও শাখা সবচেয়ে বেশি।

নিত্যনতুন ব্যবসায়িক ধরন বা মডেল দিয়ে সাব্বির স্বপ্নকে দেশের শীর্ষস্থানীয় সুপারশপ ব্র্যান্ডে পরিণত করেছেন। 

সংগীতসাধনা তার পারিবারিক রক্তে। মা আশরাফুন নেসা কণ্ঠশিল্পী। তার কল্যাণে ছোটবেলায় গানে হাতেখড়ি। শৈশবেই গান শিখতে ভর্তি হলেন খুলনার একটি গানের স্কুলে, নাম ছিল স্কুল অব মিউজিক। তৃতীয় শ্রেণি পর্যন্ত সাধারণ পড়াশোনাও সেই গানের স্কুলেই চলে। তারপর ভর্তি হন খুলনারই সেন্ট জোসেফ স্কুলে। দশম শ্রেণিতে থাকতেই বন্ধুদের নিয়ে গঠন করলেন ব্যান্ড দল, নাম নাইট এঙ্গেল। কলেজ শেষ করে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ভর্তি হন। তবে গানের নেশা তাকে ছাড়েনি। ঢাকায় নতুন করে আবার মেটা মরফোসিস নামে ব্যান্ডদল গড়েন। ১৯৯৮ সালে বের হয় তার প্রথম অ্যালবাম।

গানের কারণে সামাজিক যোগাযোগমাধ্যম ও সংগীতাঙ্গনে বেশ জনপ্রিয় সাব্বির। প্রতিভাবান মানুষটি বুয়েটের যন্ত্রকৌশল বিভাগে পড়ালেখার পর ক্যারিয়ারকে বদলে নিতে সম্পন্ন করেছেন আইবিএও।