দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমেছে

Looks like you've blocked notifications!
ডলার। ফাইল ছবি

দেশে এক সপ্তাহের ব্যবধানে বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও ছয় কোটি মার্কিন ডলার কমেছে। বর্তমানে তা দুই হাজার ৮৯ কোটি ৭০ লাখ ডলারে নেমে এসেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে রিজার্ভের এই চিত্র উঠে এসেছে।

বাংলাদেশ ব্যাংক সূত্র জানিয়েছে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুসারে গত আগস্ট মাসের শুরুতে রিজার্ভ ছিল দুই হাজার ৩৩০ কোটি ডলার। চলতি মাসের শুরুতে এটি দুই হাজার ১০৫ কোটি ডলারে নেমে আসে। গত দুই মাসে রিজার্ভ কমেছে ২২৫ কোটি ডলার। চলতি মাসের মাঝামাঝি সময়ে রিজার্ভ দুই হাজার ১০০ কোটি ডলারের নিচে নেমে আসে।

২০২১ সালের আগস্টে বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাব পদ্ধতি অনুযায়ী, বৈদেশিক মুদ্রার মজুত বা রিজার্ভ ছিল চার হাজার ৮০০ কোটি বা ৪৮ বিলিয়ন ডলারের বেশি। গত বছরের ২৫ অক্টোবর সেই রিজার্ভ কমে হয় তিন হাজার ৫৮০ কোটি ডলার। গত বুধবার রিজার্ভ দুই হাজার ৬৭০ কোটি ডলারে নেমে আসে।