আইএফআইসি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে

নারীর প্রতি সহিংসতা রোধে সচেতনতা বিষয়ক সেমিনার

Looks like you've blocked notifications!

১ হাজার ৩৩০ এর বেশি শাখ-উপশাখায় দেশের বৃহত্তম ব্যাংক আইএফআইসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে সম্প্রতি অনুষ্ঠিত হলো “বাংলাদেশে নারীর বিরুদ্ধে সহিংসতা দূরীকরণে সচেতনতা বৃদ্ধি” বিষয়ক সেমিনার।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সহযোগিতায় সম্প্রতি দিনব্যাপী অনুষ্ঠিত এই সেমিনারের মুখ্য উদ্দেশ্য ছিল বাংলাদেশে নারীর প্রতি সহিংসতার হার কমাতে সচেতনতা বৃদ্ধি ও উদ্বুদ্ব করন। সেমিনারটি সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ পুলিশের বিশেষ শাখার পুলিশ সুপার মাহফুজা লিজা বিপিএম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সহযোগী অধ্যাপক তাসলিমা ইয়াসমিন।

সেমিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও আইএফআইসি ব্যাংকের কর্মীরা অংশগ্রহণ করেন। এসময় পারিবারিক সহিংসতা,সাইবার বুলিং-সহ বিভিন্ন অপরাধের সুরক্ষা প্রদান এবয় প্রতিরোধ বিষয়ক করোণীয় সর্ম্পকে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. সীমা জামান, অধ্যাপক ড. মো. রহমত উল্লাহ, অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া, অধ্যাপক ড. বোরহান উদ্দিন খান সহ আইএফআইসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব ব্রাঞ্চ বিজনেস মো. রফিকুল ইসলাম, হেড অফ লিগ্যাল অ্যাফেয়ার্স এস. এম. আলমগীর সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের শিক্ষকেরা উপস্থিত ছিলেন।