হাকিমপুরী জর্দার সেই কাউছ মিয়া ফের সেরা করদাতা

Looks like you've blocked notifications!
কাউছ মিয়া। ফাইল ছবি

পুরান ঢাকার জর্দা ব্যবসায়ী মো. কাউছ মিয়া আবারও দেশের অনেক বড় ব্যবসায়ীকে পেছনে ফেলে সেরা করদাতা হয়েছেন। হাকিমপুরী জর্দা প্রস্তুতকারী কোম্পানির এই স্বত্বাধিকারী ২০২২-২৩ করবর্ষে ‘ব্যবসায়ী’ শ্রেণিতে এই ব্যবসায়ী সেরা করদাতার সম্মাননা পেয়েছেন। ফলে টানা ১৫ বছর সেরা করদাতা নির্বাচিত হলেন এই প্রবীণ ব্যবসায়ী।

আজ মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিভিন্ন ক্যাটাগরিতে বছরের সেরা করদাতাদের তালিকা প্রকাশ করেছে এনবিআর। সেখানে এই তথ্য পাওয়া যায়। এই ব্যবসায়ী গত বছরও ‘বয়স্ক নাগরিক’ শ্রেণিতে সেরা করদাতা হয়েছিলেন এই ব্যবসায়ী। তার আগের বছর, অর্থাৎ ২০২০-২১ করবর্ষে মুজিব বর্ষের সেরা করদাতাও হয়েছিলেন তিনি।

কাউছ মিয়া ১৯৫৮ সালে কর দেওয়া শুরু করেন। ২০১৯ সালে এনবিআরের এক অনুষ্ঠানে তিনি বলেছিলেন, ‘আগে টাকাপয়সা এখানে-সেখানে রাখতাম। এতে নানা ঝামেলা ও ঝুঁকি থাকত। ১৯৫৮ সালে প্রথম কর দিয়ে ফ্রি হয়ে গেলাম। এরপর সব টাকাপয়সা ব্যাংকে রাখতে শুরু করলাম। হিসাব-নিকাশ পরিষ্কার করে রাখলাম।’