সুনামগঞ্জের বাদাঘাটে সোনালী ব্যাংকের ১২৩২তম শাখার উদ্বোধন

Looks like you've blocked notifications!
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাটে আজ রোববার সোনালী ব্যাংকের ১২৩২তম শাখার উদ্বোধন করা হয়। ছবি : এনটিভি

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজারে উদ্বোধন করা হলো সোনালী ব্যাংকের শাখা। প্রত্যন্ত এলাকায় সোনালী ব্যাংকের সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে ব্যাংকটির পিএলসির ১২৩২তম শাখা এটি।

আজ রোববার (২৩ ডিসেম্বর) সকালে ফিতা কেটে শাখার উদ্বোধন করেন সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আফজাল করিম।

সোনালী ব্যাংক সুনামগঞ্জ প্রিন্সিপাল শাখার ডেপুটি ম্যানেজার হিমাংশু আচার্যের সভাপতি অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল, সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান রনি সোনালী ব্যাংকের সিলেট বিভাগের জেনারেল ম্যানেজার মো. দেলোয়ার হোসেন, সোনালী ব্যাংকের ডিজিএমন এমরান উল্লাহ,  সমীর বিশ্বাস, পংকজ গোলদার,  ইয়াকুব মজুমদার  ও বাংলাদেশ কৃষি ব্যাংকের জেলা প্রধান ফয়জুর রহমান প্রমুখ। 

প্রধান অতিথির বক্তব্যে  মো. আফজাল করিম বলেন, স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশের অর্থনীতির ব্যাপক উন্নয়ন হয়েছে।  সেইসঙ্গে বাংলাদেশ এখন বিশ্বের ৪১তম বড় অর্থনৈতিক দেশ এবং স্বাধীনতার ৭২ সালে  বাংলাদেশের বাজেটের পরিমাণ ছিল ৭৮৬ কোটি টাকা, বর্তমানে সেটি সাত লাখ কোটি টাকার ওপরে।’

বাংলাদেশের সবকটি অর্থনৈতিক ইনডিকেটর  ব্যাপক উন্নতি হয়েছে উল্লেখ করে মো. আফজাল বলেন, ‘সব মিলিয়ে বাংলাদেশের পিডিপি প্রায় ৫০০ বিলিয়ন ডলারের সমান। আমরা আশা করছি, যেভাবে অর্থনীতি এগিয়ে যাচ্ছে, খুব শিগগির এটি এক ট্রিলিয়ন ডলার বাজেটে উন্নীত হতে পারে।’