১৩ কোটি টাকা পরিচালন মুনাফা স্বপ্নের

Looks like you've blocked notifications!
স্বপ্নের লোগো তাদের ওয়েবসাইট থেকে নেওয়া

রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’ ২০২২-২৩ অর্থবছরে ১৩ কোটি টাকা পরিচালন মুনাফা করেছে। যা আগের ২০২১-২২ অর্থবছরে প্রতিষ্ঠানটি ২০ লাখ টাকা পরিচালন মুনাফা করেছিল। গত বৃহস্পতিবার (৪ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি এ তথ্য জানিয়েছে। 

বিজ্ঞপ্তিতে স্বপ্নের নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির বলেন, সাধারণত সুপার মার্কেটের ব্যবসায় মুনাফার দেখা পেতে বেশ সময় লাগে। সেখানে পরপর কয়েক বছর পরিচালন মুনাফা করা আমাদের জন্য খুবই উল্লেখযোগ্য ঘটনা।

সাব্বির হাসান আরও বলেন, এবার আমরা বেশ বড় অঙ্কের পরিচালন মুনাফা করেছি। এটা সত্যিই আনন্দের সংবাদ। আমাদের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও কর্মীদের নিরলস পরিশ্রম ও গ্রাহকের ভালোবাসায় স্বপ্ন এই জায়গায় এসেছে। সামনের অর্থবছরে পরিচালন মুনাফা আরও বাড়বে বলে আমরা আশাবাদী।

বিজ্ঞপ্তিতে স্বপ্ন জানায়, সুপারমার্কেট শ্রেণিতে ২০১৬ সাল থেকে টানা ৭ বছর সেরা ব্র্যান্ড অ্যাওয়ার্ড পেয়েছে স্বপ্ন। এ ছাড়া ২০২৩ সালে সব শ্রেণির মধ্যে ষষ্ঠ ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে স্বপ্ন। বর্তমানে সারাদেশে স্বপ্নের ৪৪০টি আউটলেটে ৪ হাজারের বেশি কর্মী কাজ করছেন। প্রতিদিন ৭০ হাজারের বেশি গ্রাহক তাদের কাছ থেকে সেবা নিচ্ছেন। ২০০৮ সালে যাত্রা শুরু করে স্বপ্ন। যাত্রার শুরুতেই তাদের ৭০টির বেশি আউটলেট ছিল।