সাউথইস্ট ব্যাংকের বিজনেস পলিসি কনফারেন্স

ব্যবসায়িক অবস্থান মূল্যায়ন সম্পর্কিত ‘বিজনেস পলিসি এবং প্ল্যানিং কনফারেন্স—২০২৪’ এর আয়োজন করে সাউথইস্ট ব্যাংক পিএলসি। সম্প্রতি এই কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
সাউথইস্ট ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্যরা সম্মেলনে ব্যাংকের সার্বিক অগ্রগতি নিয়ে পর্যালোচনা করেন। একই সাথে চলতি বছরের (২০২৪ সাল) সার্বিক কৌশলগত ব্যবসায়িক নীতি এবং পরিকল্পনা প্রণয়ন করেন। কনফারেন্সে গত বছরের ব্যাংকের বিভিন্ন ব্যবসায়িক সফল উদ্যোগ এবং অর্জন নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এ ছাড়া ভবিষ্যৎ দিক নির্দেশনামূলক বিভিন্ন বিষয় নিয়ে পর্ষদের সদস্যরা আলোচনা করেন। পাশাপাশি ঐক্যবদ্ধভাবে সাউথইস্ট ব্যাংককে আরও এগিয়ে নিয়ে যাওয়ার দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেন তারা।
কনফারেন্সে উপস্থিত ছিলেন সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যান আলমগীর কবির, পরিচালনা পর্ষদের পরিচালক ম. মনিরুজ্জামান খান (প্রতিনিধি পরিচালক বে—লিজিং এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেড), পরিচালনা পর্ষদের সদস্য ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ, মো. রফিকুল ইসলাম (প্রতিনিধি পরিচালক এশিয়া ইন্সুরেন্স লিমিটেড), স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান সৈয়দ সাজেদুল করিম এবং ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মো. ছাদেক হোসাইন। এছাড়া কনফারেন্সে ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান, শাখার প্রধান, সব উপশাখা এবং অফশোর ব্যাংকিং ইউনিটের প্রধানরা অংশগ্রহণ করেন।