শীর্ষ করদাতার সম্মাননা পেল প্রিমিয়ার ও এনসিসি ব্যাংক

Looks like you've blocked notifications!
দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি ও  এনসিসি ব্যাংক পিএলসিকে সেরা করদাতার সম্মাননা দেওয়া হয়। ছবি : প্রিমিয়ার ও এনসিসি ব্যাংক

২০২২—২০২৩ অর্থবছরে ব্যাংকিং খাতে অন্যতম শীর্ষ করদাতার সম্মাননা পেয়েছে দ্য প্রিমিয়ার ব্যাংক পিএলসি ও এনসিসি ব্যাংক পিএলসি। গতকাল বুধবার (২৪ জানুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ডের মাল্টিপারপাস হলে আয়োজিত এক অনুষ্ঠানে বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ) ঢাকা এ সম্মাননা দিয়েছে।

এনবিআর সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) সৈয়দ মোহাম্মদ আবু দাউদের কাছ থেকে প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম. রিয়াজুল করিম ও  এনসিসি ব্যাংকের এসইভিপি ও চিফ ফিন্যান্সিয়াল অফিসার মোহাম্মদ মিজানুর রহমান এই সম্মাননা স্মারক ও সনদ গ্রহণ করেন। 

এ সময় বৃহৎ করদাতা ইউনিট ঢাকার কর কমিশনার মো. ইকবাল বাহার, প্রিমিয়ার ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিএফও সৈয়দ আবুল হাশেম, মো. কামরুজ্জামান চৌধুরীসহ এনবিআর ও বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।