আলু আমদানি শুরু, কেজিতে কমল ১৫ টাকা

Looks like you've blocked notifications!
হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে বাংলাদেশে ঢুকছে আমদানি করা আলু বোঝাই ট্রাক। ছবি : এনটিভি

ভরা মৌসুমেও বেশি দামে বিক্রি হাওয়ায় বাজার আলু আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ শনিবার (৩ ফেব্রুয়ারি) বিকেল ৩টা থেকে হিলি স্থলবন্দর দিয়ে ভারতের আলু আমদানি শুরু হয়। এরপর থেকেই কমতে শুরু করেছে আলুর দাম। মানভেদে কেজিপ্রতি কমেছে ১০ থেকে ১৫ টাকা।

হিলি স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপসহকারী কর্মকর্তা মো. ইফসুফ আলী জানান, সরকার বাজার নিয়ন্ত্রণে রাখতে গত বুধবার আলু আমদানির সিদ্ধান্ত নেয়। ওই দিন হিলি স্থলবন্দরের আমদানিকারকরা অনুমতির জন্য ঢাকার খামারবাড়ীতে আবেদন করেন। গত বৃহস্পতিবার বিকেলে হিলি বন্দরের মোট ৪৯ জন আমদানিকারক ৩৪ হাজার মেট্রিকটন আলু আমদানির অনুমতি পান। ফলে, আজ থেকে ভারতের আলু আমদানি শুরু হয়েছে।

হিলি স্থলবন্দরের আমদানিকারক শহীদুল ইসলাম জানান, এখন আলুর ভরা মৌসুম। তারপরও দাম বাড়চে। খুচরা বাজারে বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৪০ টাকা। সামনে রোজায় বাজার স্বাভাবিক রাখতে আলু আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ আমদানি শুরু হয়। এরপরই কেজিপ্রতি কমেছে ১০ থেকে ১৫ টাকা। হিলিতে বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকা কেজি দরে।

হিলি স্থলবন্দরের কাস্টমস কার্যালয় সূত্র জানায়, গত বছরও দেশের বাজারে সংকটের অজুহাতে আলুর দাম নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সরকার পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য ৩০ অক্টোবর ভারত থেকে আলু আমদানি করার অনুমতি দেয়। এরপর আমদানি করা আলু বাজারে এলে দাম কমে যায়। তখন সরকার ১৫ ডিসেম্বর থেকে হিলি স্থলবন্দর দিয়ে আলু আমদানি বন্ধ রাখে।