এনসিসি ব্যাংকের আর্থিক সাক্ষরতা দিবস পালন
সারা দেশের সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া সাধারণ জনগোষ্ঠীকে আর্থিক খাতে অন্তর্ভূক্তির লক্ষ্যে আর্থিক সাক্ষরতা দিবস—২০২৪ পালন করলো এনসিসি ব্যাংক। এ উপলক্ষে গতকাল সোমবার এনসিসি ব্যাংকের প্রধান কার্যালয়ের ফিন্যান্সিয়াল ইনক্লুসন সেলের উদ্যোগে একটি আলোচনা সভার আয়োজন করা হয়।
ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী (চলতি দায়িত্ব) এম শামসুল আরেফিনের সভাপতিত্বে এসময় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব আলম, মো. রাফাত উল্লা খান, এসইভিপি ও চিফ ফিন্যান্সিয়াল অফিসার মোহাম্মদ মিজানুর রহমান, এসইভিপি ও সিআইও মোহাম্মদ আনিসুর রহমান, ইভিপি ও হেড অব রিটেইল এন্ড এসএমই বিজনেস মোহাম্মদ রিদওয়ানুল হক, মানবসম্পদ বিভাগ প্রধান সৈয়দ হাসনাইন মামুন, উইমেন্স ব্যাংকিং বিভাগের প্রধান নিগাত মমতাজ, ইন্টারন্যাশনাল বিভাগের প্রধান মো. জাকির হোসেন, ক্যাশ ম্যানেজমেন্ট বিভাগের প্রধান শাহীন আক্তার নুহা, ফিন্যান্সিয়াল ইনক্লুসন বিভাগের প্রধান মো. হারুন অর রশীদসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসময় ডিজিটাল প্লাটফর্মে দিবসটির গুরুত্ব আলোচনায় প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানসহ সকল শাখা ব্যবস্থাপক অংশগ্রহণ করেন।
এম শামসুল আরেফিন বলেন, এনসিসি ব্যাংক বাংলাদেশ সারকারের টেকসই উন্নয়ন কর্মসূচির আলোকে সারা দেশের সকল শ্রেণির জনগোষ্ঠীকে আর্থিক খাতের আওতায় আনার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মোতাবেক কাজ করে যাচ্ছে। এর মাধ্যমে কৃষক ও নিম্ন আয়ের জনগোষ্ঠী, ছাত্র, এসএমই খাতের জনগোষ্ঠী, নারী উদ্যোক্তা এবং যুবসমাজ, শিক্ষক ও ক্ষুদ্র ব্যবসায়ীসহ সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া সাধারণ জনগোষ্ঠী আর্থিক খাতে অন্তর্ভূক্ত হতে পারবে। যা দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে সহায়ক হবে।