বিনিয়োগ সংক্রান্ত সেবার তথ্য আরও বেশি সুরক্ষিত থাকবে : বিডা 

Looks like you've blocked notifications!

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান (সিনিয়র সচিব) লোকমান হোসেন মিয়া বলেছেন, বিডা ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) মধ্যে সমঝোতা স্মারক বাস্তবায়ন হলে আইআরএমএস সহ সব ডাটাগুলোর বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের ন্যাশনাল ডাটা সেন্টারে স্থানান্তর হবে। যার মাধ্যমে বিনিয়োগ সংক্রান্ত সেবাগুলোর তথ্য আরও বেশি সুরক্ষিত থাকবে।

আজ বুধবার (মার্চ ৬) বিডার কনফারেন্স হলে অনুষ্ঠিত বিডা ও বিসিসির সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে লোকমান হোসেন এসব কথা বলেন। 

বর্তমান প্রযুক্তিময় পৃথিবীতে তথ্যই শক্তি এবং তথ্যসুরক্ষা গুরুত্বপূর্ণ জানিয়ে লোকমান হোসেন মিয়া বলেন, উন্নত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জন্য বিনিয়োগ বিকাশের কোনো বিকল্প নেই। আর বিনিয়োগকারীদের বিনিয়োগ সেবাসহ অন্যান্য তথ্য সুরক্ষা প্রদানের জন্য বিডা সব সময় অঙ্গীকারাবদ্ধ। বিডা ও বিসিসি মধ্য এ সমঝোতা স্মারক বাস্তবায়নের ফলে আইআরএমএস সহ সব ডাটাগুলোর বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের ন্যাশনাল ডাটা সেন্টারে স্থানান্তর হবে। যার মাধ্যমে বিনিয়োগ সংক্রান্ত সেবাগুলোর তথ্য আরও বেশি সুরক্ষিত থাকবে।

অনুষ্ঠানে এই সমঝোতা চুক্তি স্বাক্ষরের গুরুত্ব এবং প্রেক্ষাপট বিষয়ে সংক্ষিপ্ত তথ্য তুলে ধরে বিডার সচিব ড. খন্দকার আজিজুল ইসলাম বলেন, উন্নত বাংলাদেশ বিনির্মাণের  লক্ষ্যে বিনিয়োগকারীদের সকল বিনিয়োগ সেবা একই প্লাটফর্ম থেকে প্রদানের লক্ষ্য ২০১৮ সালে বিডা ওএসএস আইন পাস হয়, যার পরিপ্রেক্ষিতে ২০১৯ সালে বিডা ওএসএস এর কার্যক্রম শুরু হয়। ইতোমধ্য আমরা ৪৮টি প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক করেছি, তার মধ্যে বর্তমানে ৩৮টি প্রতিষ্ঠানের ১১৩টি বিনিয়োগসেবা প্রদান করছি। 

আজিজুল ইসলাম আরও বলেন, এতদিন বিডা ওএসএস এর তথ্যাদি বিজনেস অটোমেশনের সার্ভারে সংরক্ষিত ছিল। আজকের সমঝোতা স্মারক স্বাক্ষরের ফলে, হোস্টিংসহ বিডা ওএসএস ও আইআরএমএস এর সকল তথ্য  ন্যাশনাল ডাটা সেন্টারে সুরক্ষিত থাকবে। 

অনুষ্ঠানে এই সমঝোতা চুক্তি স্বাক্ষরের গুরুত্ব এবং প্রেক্ষাপট বিষয়ে সংক্ষিপ্ত তথ্যাদি তুলে ধরে বিডার সচিব ড. খন্দকার আজিজুল ইসলাম বলেন, উন্নত বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে বিনিয়োগকারীদের সকল বিনিয়োগ সেবা একই প্লাটফর্ম থেকে প্রদানের লক্ষ্যে ২০১৮ সালে বিডা ওএসএস আইন পাস হয়, যার পরিপ্রেক্ষিতে ২০১৯ সালে বিডা ওএসএস এর কার্যক্রম শুরু হয়। ইতোমধ্য আমরা ৪৮টি প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক করেছি, তন্মধ্য বর্তমানে ৩৮টি প্রতিষ্ঠানের ১১৩টি বিনিয়োগসেবা প্রদান করছি। এতদিন বিডা ওএসএস এর তথ্যাদি বিজনেস অটোমেশনের সার্ভারে সংরক্ষিত ছিল। আজকের সমঝোতা স্মারক স্বাক্ষর এর ফলে, হোস্টিংসহ বিডা ওএসএস ও আইআরএমএস এর সকল তথ্য  ন্যাশনাল ডাটা সেন্টারে সুরক্ষিত থাকবে।