ঢাকা ওয়াসার বিল সংগ্রহে ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের প্রথম স্থান অর্জন

Looks like you've blocked notifications!

ঢাকা ওয়াসার বিল সংগ্রহকারী ৪০টি ব্যাংকের মধ্যে সর্বোচ্চ বিল সংগ্রহ করে ২০২২—২৩ অর্থবছরে প্রথম স্থান অর্জন করেছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি। ঢাকা ওয়াসার বিল সংগ্রহে এটি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পরপর ৫ম বারের মতো প্রথম স্থান অর্জন। 

এ উপলক্ষে আজ রোববার (১০ মার্চ) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে ঢাকা ওয়াসা বিল কালেকশন অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি।

মন্ত্রী ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মুহাম্মদ মোস্তফা খায়েরের কাছে পুরস্কারের সনদ ও ক্রেস্ট হস্তান্তর করেন। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব মুহাম্মদ ইব্রাহিম, অর্থ বিভাগের সচিব ড. মো. খায়রুজ্জামান মজুমদার, ঢাকা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. সুজিত কুমার বালা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার তাকসিম এ খান। 

উল্লেখ্য, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের যেকোন শাখা—উপশাখায় ও মোবাইল অ্যাপস ‘এফএসআইবি ক্লাউড’ এর মাধ্যমে তাৎক্ষণিকভাবে ঢাকা ওয়াসার বিল জমা দেওয়া যায়।