পিসিআই-ডিএসএস সনদ পেল এনসিসি ব্যাংক

Looks like you've blocked notifications!
ছবি : এনসিসি ব্যাংক

কার্ডের তথ্য সুরক্ষায় আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ পেমেন্ট কার্ড ইন্ডাস্ট্রি ডেটা সিকিউরিটি স্ট্যান্ডার্ড (পিসিআই-ডিএসএস) সনদ অর্জন করেছে এনসিসি ব্যাংক। সম্প্রতি এ উপলক্ষে ব্যাংকের প্রধান কার্যালয়ের ইনোভেশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী (চলতি দায়িত্ব) এম শামসুল আরেফিন, সহযোগী সিএমএস পার্টনার ও আইটিসিএলের পরিচালক ওসমান হায়দার, ইআইসির সিইও মসিউল ইসলাম, এনসিসি ব্যাংকের এসইভিপি ও সিআইও মোহাম্মদ আনিসুর রহমান, কার্ডস এন্ড ডিজিটাল পেমেন্ট ডিভিশনের প্রধান জুবায়ের মাহমুদ ফাহিমসহ ব্যাংকের আইটি বিভাগ ও ইআইসির কর্মকর্তারা।

ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী (চলতি দায়িত্ব) এম শামসুল আরেফিন বলেন, ‘এই পিসিআই-ডিএসএস সার্টিফিকেশন প্রাপ্তির মাধ্যমে এনসিসি ব্যাংকের কার্ডের তথ্য সুরক্ষা ব্যবস্থা নতুন উচ্চতায় উন্নীত হলো। একইসঙ্গে গ্রাহকদের কার্ডের তথ্যের নিরাপত্তা আরও বেশি সুরক্ষিত হলো।’ 

এম শামসুল আরেফিন বলেন, ‘এনসিসি ব্যাংক গ্রাহকদের তথ্যের নিরাপত্তা প্রদানে এবং সংবেদনশীল তথ্য সুরক্ষায় অঙ্গীকারাবদ্ধ। এরই ধারাবাহিকতায় পিসিআই-ডিএসএস সার্টিফিকেশন অর্জন আমাদের আন্তর্জাতিক মানের কর্ডের তথ্য সুরক্ষা ব্যবস্থা অর্জনে সহায়ক হবে।’

এসইভিপি ও সিআইও মোহাম্মদ আনিসুর রহমান বলেন, ‘বিশ্বখ্যাত পেমেন্ট কার্ড ব্রান্ড ভিসা, মার্স্টারকার্ড, এএমইএক্স জেবিসি কতৃর্ক গৃহীত পিসিআই-ডিএসএস বিশ্বব্যাপী স্বীকৃত তথ্য নিরাপত্তা মানদণ্ড। এনসিসি ব্যাংকের এই সার্টিফিকেশন অর্জন একটি মাইলফলক। যা পুরো প্রজেক্ট টিমের ঐকান্তিক প্রচেষ্টা ও কঠোর পরিশ্রমের ফলেই এটি সম্ভব হয়েছে।’