ইউসিবির সঙ্গে একীভূত হচ্ছে ন্যাশনাল ব্যাংক

Looks like you've blocked notifications!

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) সঙ্গে একীভূত হচ্ছে ন্যাশনাল ব্যাংক। গতকাল মঙ্গলবার (৯ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা জানান, ৯ এপ্রিল ইউসিবি ব্যাংকের একজন পরিচালক ও ব্যবস্থাপনা পরিচালকের সাথে বৈঠক করেন গভর্নর আব্দুর রউফ তালুকদার। বৈঠকে ন্যাশনাল ব্যাংকের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না। বৈঠকে ইউসিবির কর্তৃপক্ষকে একীভূত করার বিষয় উদ্যোগ নেওয়া কথা জানানো হয়। সরকার চাচ্ছে  ন্যাশনাল ব্যাংকে একীভূত করতে। তবে এবিষয়ে কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্যে করেননি। 

গত এক মাসে সরকারি-বেসরকারি মিলিয়ে ১০টি ব্যাংকের একীভূত করার সিদ্ধান্ত হয়। এর আগে চলতি মাসের ৮ এপ্রিল সিটি ব্যাংকের সঙ্গে বেসিক ব্যাংককে একীভূত করার সিদ্ধান্ত হয়। ওইদিন সিটি ব্যাংকের চেয়ারম্যান ও এমডিকে ডেকে এ সিদ্ধান্তের কথা জানান গভর্নর আব্দুর রউফ তালুকদার। ওই বৈঠকে বেসিক ব্যাংকের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না। 

উল্লেখ্য, এনিয়ে মোট চারটি ব্যাংককে একীভূত করার সিদ্ধান্ত হয়েছে, এর মধ্যে সরকারি ব্যাংক দুটি আর বেসরকারি ব্যাংক দুটি। গত মার্চ মাসে এক্সিম ব্যাংকের সঙ্গে একীভূত হতে চুক্তি করেছে পদ্মা ব্যাংক। এর মধ্য দিয়ে ব্যাংক একীভূত করার ধারা শুরু হয়। এ ছাড়া রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংককে (রাকাব) কৃষি ব্যাংকের সঙ্গে এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংককে (বিডিবিএল) সোনালী ব্যাংকের সঙ্গে একীভূত করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।