নগদ লভ্যাংশ দেবে কমিউনিটি ব্যাংক

Looks like you've blocked notifications!
কমিউনিটি ব্যাংকের লোগো ওয়েবসাইট থেকে নেওয়া

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদের ৫১তম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ২০২৩ সালের ব্যাংকের আর্থিক হিসাবের বিবরণী অনুমোদিত হয়। গতকাল মঙ্গলবার (১৬ এপ্রিল) পুলিশ হেডকোয়ার্টার্সে এ সভা অনুষ্ঠিত হয়। 

সভায় ব্যাংকটির শেয়ারহোল্ডারদের ১০ দশমিক ৪০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করা হয়। এ ছাড়া সভায় কয়েকটি বিনিয়োগ প্রস্তাবসহ ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

সভাটির সভাপতিত্ব করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও কমিউনিটি ব্যাংকের চেয়ারম্যান চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। সভায় উপস্থিতি ছিলেন ব্যাংকটির পরিচালক অ্যাডিশনাল আইজি মো. কামরুল আহসান, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক এম খুরশীদ হোসেন, অ্যান্টি টেরোরিজম ইউনিটের প্রধান এস এম রুহুল আমীন, অ্যাডিশনাল আইজি মো. মাজহারুল ইসলাম, মো. আতিকুল ইসলাম, আবু হাসান মুহম্মদ তারিক, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান, ডিআইজি (প্রশাসন) মো. আমিনুল ইসলাম, ডিআইজি (এইচআরএম) কাজী জিয়া উদ্দিন, অ্যাডিশনাল ডিআইজি ড. শোয়েব রিয়াজ আলম, মুনতাসিরুল ইসলাম, সুফিয়ান আহমেদ, ব্যাংকের স্বতন্ত্র পরিচালক মাসুদ খান, কাজী মসিহুর রহমান এবং ব্যবস্থাপনা পরিচালক মসিউল হক চৌধুরী।