ব্যাংকারদের বিদেশ ভ্রমণে শিথিল হলো নিষেধাজ্ঞা
ব্যবসায়ীক গুরুত্বপূর্ণ দাপ্তরিক কাজে বিদেশ যাওয়ার ক্ষেত্রে সুসংবাদ পেলেন ব্যাংকাররা। এ বিষয়ে বাণিজ্যিক ব্যাংকগুলোকে বহিঃবাংলাদেশ ভ্রমণ নীতিমালা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংকটি। সেখানে বলা হয়েছে, দাপ্তরিক ও ব্যক্তিগত কাজে ব্যাংকারদের বিদেশে যেতে কোনো বাধা নেই। এ জন্য বাংলাদেশ ব্যাংকের অনুমতির প্রয়োজন হবে না। তবে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) আগের মতো বিদেশে যেতে হলে বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিতে হবে।
আজ মঙ্গলবার (১১ জুন) বাংলাদেশ ব্যাংকের পরিচালক (বিআরপিডি) মো. হারুন-অর-রশিদের সই করা এক চিঠিতে এ কথা জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে—নীতিমালা অনুযায়ী নিজ ব্যাংকের যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে নিজস্ব অর্থায়নে বিশেষ প্রয়োজনে ব্যক্তিগত উদ্দেশে, পবিত্র হজ পালন এবং বিশেষজ্ঞ চিকিৎসকের সুপারিশ থাকা সাপেক্ষ জরুরি চিকিৎসা নিতে পারবেন ব্যাংক কর্মকর্তা ও কর্মচারীরা।
ব্যাংক-কোম্পানি আইন-১৯৯১-এর-৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এই নির্দেশনা দেওয়া হয়েছে উল্লেখ করে বলা হয়েছে, ব্যাংকে কর্মরত বিদেশি নাগরিকের নিজ দেশে গমন, বিদেশি ব্যাংকের বাংলাদেশ শাখায় কর্মরত কর্মকর্তাদের প্রধান কার্যালয়ে গমন, বিদেশের ব্যাংকের সঙ্গে ব্যবসায়িক সভায় অংশগ্রহণসহ দাপ্তরিক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে—এমন সভায় অংশগ্রহণ, বিদেশি আয়োজক সংস্থার সম্পূর্ণ অর্থায়নে পরিচালিত প্রশিক্ষণ, সেমিনার, কর্মশালা বা শিক্ষাসফরে অংশগ্রহণের জন্য বিদেশ ভ্রমণ করা যাবে।