ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পেল নতুন পর্ষদ
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির পর্ষদ ভেঙে নতুনভাবে গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন পর্ষদের পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন শরীফ জহীর ও মো. তানভীর খান। ব্যাংকটির শেয়ারহোল্ডার তারা। গতকাল মঙ্গলবার (২৭ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের পরিচালক (বিআরপিডি) মো. হারুন-অর-রশিদ সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
শরীফ জহীর ও মো. তানভীর খান ছাড়াও প্রজ্ঞাপনে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের এই পর্ষদে তিন স্বতন্ত্র পরিচালক নিয়োগ পেয়েছেন। তারা হলেন—বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. সাজ্জাদ হোসেন, অগ্রণী ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক মো. ইউসুফ আলী ও চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ওবায়দুর রহমান।