এস আলমমুক্ত হলো ইউনিয়ন ব্যাংক, নতুন চেয়ারম্যান ফরীদ উদ্দীন
এস আলমমুক্ত হলো ইউনিয়ন ব্যাংক পিএলসি। এর পরিচালনা পর্ষদ ভেঙে নতুনভাবে গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন পর্ষদের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন মু. ফরীদ উদ্দীন আহমদ। তিনি ইসলামী ব্যাংক বাংলাদেশের সাবেক ব্যবস্থাপনা পরিচালক। গতকাল মঙ্গলবার (২৭ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের পরিচালক (বিআরপিডি) মো. হারুন-অর-রশিদ সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
ফরীদ উদ্দীন আহমদ ছাড়াও প্রজ্ঞাপনে ইউনিয়ন ব্যাংকেরে এই পর্ষদে চার স্বতন্ত্র পরিচালক নিয়োগ পেয়েছেন। তারা হলেন—বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. হুমায়ুন কবীর, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাইফুল আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্সের অধ্যাপক ড. শহিদুল ইসলাম জাহীদ ও চার্টার্ড অ্যাকাউন্টেন্ট শেখ জাহিদুল ইসলাম।
ফরীদ উদ্দীন আহমদ ইসলামী ব্যাংক বাংলাদেশ এবং এক্সিম ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ছিলেন। তার রয়েছে ইসলামি ব্যাংকিং ও ফিন্যান্সে দীর্ঘদিনের অভিজ্ঞতা। ১৯৮৩ সালের ৩০ মার্চ ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি প্রতিষ্ঠার প্রথম লগ্নেই তিনি যোগদান করেন। তিনি ১৯৭৭ সালে বাংলাদেশ ব্যাংক নিয়োগ কমিটির মাধ্যমে ব্যাংকিং পেশায় প্রবেশ করেন ও সোনালী ব্যাংক পিএলসিতে যোগদান করেন। তিনি বাংলাদেশে ইসলামী ব্যাংকিং ব্যবস্থা ও পদ্ধতির উন্নয়নের সাথে যুক্ত ছিলেন। ফরীদ উদ্দীন নাইজেরিয়ায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি মনোনীত ‘জাইজ ব্যাংক’ প্রতিষ্ঠার জন্যও কাজ করেছেন। তিনি যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জার্মানি, সুইজারল্যান্ড, ফ্রান্স, জাপান, চীন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ইরান, পাকিস্তান, ভারত, সিঙ্গাপুর, হংকং, কেএসএ, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমান, বাহরাইন, অস্ট্রেলিয়া এবং ম্যাকাও সফর করেছেন।