পাঁচ বিলিয়ন ডলার দেবে আইডিবি
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/09/17/images.jpg)
বাংলাদেশকে চার থেকে পাঁচ বিলিয়ন বা চারশ থেকে পাঁচশ কোটি মার্কিন ডলার অর্থ সহায়তা করবে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি)। রাষ্ট্র সংস্কারের বিভিন্ন খাতের জন্য এই অর্থ দেবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।
আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এ তথ্য জানান ব্যাংকটির রিজিওনাল হাব ম্যানেজার নাসিস সুলাইমান।
আগামী ৩ বছরে বাংলাদেশকে ৪ থেকে ৫ বিলিয়ন মার্কিন ডলার অর্থ সহায়তা করবে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক জানিয়ে ড. সালেহ উদ্দিন বলেন, এটা একটা প্যাকেজের আওতায় দেওয়া হবে। রাষ্ট্র সংস্কারের বিভিন্ন খাতের জন্য এই অর্থ দেবে। ভৌত অবকাঠামোসহ সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট নির্মাণে অর্থনৈতিক সহায়তা করবে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক। তারা জ্বালানি, বিদ্যুৎ খাতেও সহায়তা করবে। এছাড়াও সাইক্লোন সেন্টার, বন্যায় অবকাঠামো ক্ষতিগ্রস্ত, প্রান্তিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, টুইন টাওয়ারের মতো বড় বড় বিল্ডিং করার মতো খাতে বিনিয়োগ করতে চায় আইডিবি।