পোশাক খাতে অস্থিতিশীলতায় বিদেশি ক্রেতা অন্যত্র যাচ্ছে : তপন চৌধুরী
দেশে তৈরি পোশাক খাতে এখন অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে। এই অবস্থার কারণে বিদেশি ক্রেতা অন্যত্র চলে যাচ্ছে। দেশের উন্নয়নের স্বার্থে এই অবস্থা থেকে বের হতে হবে বলে জানিয়েছেন স্কয়ার গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তপন চৌধুরী।
আজ বুধবার (৯ অক্টোবর) পল্টনে বাংলাদেশের শিল্পখাতের ভবিষ্যৎ বিষয়ক অনুষ্ঠানে তপন চৌধুরী এসব কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করেন ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ)। এতে সভাপতিত্ব করেন ইআরএফ সভাপতি রেফায়েত উল্লাহ্ মৃধা।
দেশে গার্মেন্টস সেক্টরের সফলতার পেছনে নারী শ্রমিকদের অবদান ব্যাপক জানিয়ে তপন চৌধুরী বলেন, এখানে প্রায় ৪৫ লাখ শ্রমিক সরাসরি কাজ করছে। যাদের বেশিরভাগ নারী। দেশে তৈরি পোশাক খাতে এখন অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে। যা বড় চ্যালেঞ্জের মধ্যে আছে। এই অবস্থার কারণে বিদেশি ক্রেতারা চলে যাচ্ছেন।
পোশাক খাত অস্থিতিশীলতার পেছনে অনেকক্ষেত্রে দেশের বাইরের ইন্ধন থাকে জানিয়ে তপন চৌধুরী বলেন, আমরা দেখতে পাই, দেশে কিছু হলেই রাজনৈতিকভাবে পোশাক খাতকে ব্যবহার করা হয়ে থাকে। এতে খাতটিতে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়। দেশের স্বার্থে এই অবস্থা থেকে বের হতে হবে।
দেশের তৈরি পোশাক খাতে অস্থিতিশীল অবস্থার কারণে বিদেশি এখন অনেক ক্রেতা শ্রীলঙ্কায় চলে যাচ্ছেন জানিয়ে তপন চৌধুরী বলেন, যারা আগে শ্রীলঙ্কাই ছিল। তাদের অস্থিতিশীল অবস্থার কারণে আমাদের দেশে ওইসব ক্রেতারা এসেছিল। এখন আমাদের অবস্থা অস্থিতিশীল হওয়ায় তারা ফের ওখানে চলে যাচ্ছেন। তবে ধীরে ধীরে অবস্থার পরিবর্তন হচ্ছে। আশা করছি, খুব শিগগিরই স্থিতিশীল হবে।