তৃতীয় বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন অনুষ্ঠিত
রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বলরুমে অনুষ্ঠিত হয় তৃতীয় বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন-২০২৪। আজ সোমবার (১১ নভেম্বর) বণিক বার্তার আয়োজনে সকাল ১০টায় শুরু হওয়া এ সম্মেলন দুপুর ২টায় শেষ হয়। এবারের আয়োজনের বিষয় ‘বৈষম্য, আর্থিক অপরাধ ও বাংলাদেশের অর্থনীতির নিরাময়’।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন অন্তর্বর্তীন সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। সম্মানিত অতিথি ছিলেন বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা সেখ বশির উদ্দিন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান, সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের বাণিজ্য উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান ও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) কান্ট্রি ডিরেক্টর হোয়ে ইউন জিয়ং।
অনুষ্ঠানে প্যানেল আলোচক হিসাবে দেশের বিভিন্ন খাতের বিশিষ্টজনরা বক্তব্য রাখেন। এর মধ্যে ব্যবসা-বাণিজ্য বিষয়ে আলোচনায় অংশ নেন মাল্টিমোড গ্রুপ ও ন্যাশনাল ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু। জ্বালানি ও অবকাঠামো বিষয়ে বক্তব্য দেন ইস্ট কোস্ট গ্রুপের চেয়ারম্যান আজম জে চৌধুরী। এছাড়া লিঙ্গবৈষম্য বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) ও অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, অর্থনৈতিক বৈষম্য বিষয়ে ইনস্টিটিউট ফর ইনক্লুসিভ ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের (আইএনএম) নির্বাহী পরিচালক ড. মুস্তফা কে মুজেরী, প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) বিষয়ে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাভেদ আখতার, ব্যাংক খাত বিষয়ে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান এবং ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সেলিম আর এফ হোসেন, ব্যাংক খাত ও ডিজিটাল ইকোনমি বিষয়ে সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন, ব্যবসায় আইন ও ব্যবসায় পরিবেশ বিষয়ে এমসিসিআইয়ের সাবেক প্রেসিডেন্ট নিহাদ কবির এবং পুঁজিবাজার বিষয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান মমিনুল ইসলাম আলোচনা করেন।
অর্থনৈতিক সম্মেলনে দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি, সরকারি-বেসরকারি বিভিন্ন ব্যাংকের চেয়ারম্যান, এমডিসহ প্রায় চার শতাধিক অতিথি উপস্থিত ছিলেন।