বাজারে বেড়েছে মুরগির দাম
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2025/02/14/chicken_thum.jpg)
পবিত্র শবে বরাত উপলক্ষে মাংস ও মুরগির চাহিদা বৃদ্ধি পেয়েছে। এ কারণে বাজারে মুরগির দাম বেড়েছে। বিভিন্ন বাজারে মুরগির দাম প্রায় ২০ টাকা করে বৃদ্ধি পেয়েছে। আজ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর কারওয়ান বাজার, মিরপুর, ঝিগাতলা, মুগদা ও শনিরআখড়া ঘুরে এ চিত্র দেখা গেছে।
কারওয়ান বাজার ঘুরে দেখা গেছে, ব্রয়লার মুরগির দাম কেজিতে ২০ টাকা বেড়েছে। বর্তমানে বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগির দাম পড়ছে বিক্রি ২০০ থেকে ২১০ টাকা। আর প্রতি কেজি সোনালি মুরগি ৩০০ থেকে ৩২০ টাকা, দেশি মুরগি ৫৫০ থেকে ৬০০ টাকা, সাদা লেয়ার ২৪০ টাকা ও লাল লেয়ার বিক্রি হচ্ছে ২৮০ টাকায়। আর জাতভেদে প্রতি পিস হাঁস বিক্রি হচ্ছে ৬০০ থেকে ৬৫০ টাকায়।
এদিকে, গরুর মাংসের দোকানে ক্রেতার ভিড় সবচেয়ে ভিড় লক্ষ করা গেছে। অন্য সময় প্রতি কেজি গরুর মাংস ৭৫০ টাকা দরে বিক্রি হতো। দরদাম করলে আরও ২০ থেকে ৩০ টাকা কমেও কিনতে পারতেন ক্রেতারা। তবে অধিকাংশ দোকানে এখন দাম হাঁকা হচ্ছে ৮০০ টাকা। কিছু দোকানে একদাম আবার কোথাও ১০ থেকে ২০ টাকা কমিয়ে বিক্রি হচ্ছে গরুর মাংস।
সবজির বাজারে গিয়ে দেখা গেছে, বাজারে বেগুন বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়। মুলা ও শালগমের কেজি ১৫ থেকে ২০, শিম ও গাজর ৩০ থেকে ৪০, ফুল ও বাঁধাকপির প্রতি পিস ২০ থেকে ২৫, লাউয়ের পিস ৪০ থেকে ৬০, টমেটো ২০ থেকে ২৫, শসা ৫০ থেকে ৬০ ও কাঁচা মরিচের কেজি ৪০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে।
এদিকে চালের বাজারে দেখা গেছে, প্রতি কেজি মিনিকেট ৮০ থেকে ৮৪ টাকা, আটাইশ ৫৮ থেকে ৬০ টাকা, মোটা স্বর্ণা ৫২ থেকে ৫৬ টাকা, নাজিরশাইল ৭৬ থেকে ৮৮ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া প্রতি কেজি পোলাও চাল বিক্রি হচ্ছে ১১৬ থেকে ১১৮ টাকায়।
ডিমের বাজারে দেখা গেছে, প্রতি ডজন লাল ডিম ১৩০ থেকে ১৩৫ টাকা ও সাদা ডিম বিক্রি হচ্ছে ১৩০ টাকায়। আর প্রতি ডজন হাঁসের ডিম ২৩৫ থেকে ২৪০ টাকা ও দেশি মুরগির ডিম ২২০ টাকায় বিক্রি হচ্ছে।