শেখ মুজিবুর রহমানের ছবি থাকায় ঈদে আসছে না নতুন নোট

এবার ঈদে নতুন টাকা বাজারে ছাড়ছে না বাংলাদেশ ব্যাংক। টাকায় শেখ মুজিবুর রহমানের ছবি থাকায় অনেকেই আপত্তি জানিয়েছে। এমন পরিস্থিতি সামাল দিতে এবার ঈদে নতুন নোট বিতরণ কার্যক্রম স্থগিত করার জন্য ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
আগামী ১৯ মার্চ থেকে শেখ মুজিবুর রহমানের ছবিসহ ৫, ২০ ও ৫০ টাকার নতুন নোট বাজারে ছাড়া হবে বলে জানিয়েছিল বাংলাদেশ ব্যাংক। তবে এখন বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বলা হয়, ঈদের পর এপ্রিল-মে মাসে ছাপানো নতুন নোটে শেখ মুজিবুর রহমানের ছবি থাকবে না। এরই মধ্যে নতুন নোটের ডিজাইন চূড়ান্ত করা হয়। ঈদুল আজহার সময় বাজারে যে নোট ছাড়া হবে, সেই নোটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি থাকবে না।
নতুন টাকা প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, এবার ঈদে নতুন নোট বিনিময় করা হবে না। তাই বাজারে যেসব নোট রয়েছে, তার প্রচলন অব্যাহত থাকবে।
জনসাধারণের মাঝে নতুন নোট বিনিময় স্থগিত করা সংক্রান্ত একটি চিঠিতে ব্যাংকগুলোকে বলা হয়, আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জনসাধারণের মাঝে নতুন নোট বিনিময় কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। আপনাদের ব্যাংক শাখায় যেসব নতুন নোট গচ্ছিত রয়েছে তা বিনিময় না করে সংশ্লিষ্ট শাখায় সংরক্ষণ করা এবং পুনঃপ্রচলনযোগ্য নোট দ্বারা সব নগদ লেনদেন কার্যক্রম সম্পাদন করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নিমিত্ত আপনাদেরকে পরামর্শ দেওয়া হলো।
গত ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছিল- সরকারি ও সাপ্তাহিক ছুটির দিন ছাড়া নতুন নোট বিতরণ চলবে ১৯ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত। আরও বলা হয়, একই ব্যক্তি একাধিকবার নতুন নোট সংগ্রহ করতে পারবেন না। ঢাকা, সাভার, কেরানীগঞ্জ, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ ও গাজীপুরে অবস্থিত বিভিন্ন ব্যাংকের ৮০টি শাখা থেকে নতুন নোট সংগ্রহ করা যাবে বলে জানানো হয়েছিল।