দুর্বল বিমা আইনের কারণে লুটেরারা ধরা-ছোঁয়ার বাইরে : আইডিআরএ চেয়ারম্যান

বিমা আইন অত্যন্ত ক্রটিপূর্ণ। এটা করাই হয়েছে অতি দুর্বলভাবে। এতে বিমা গ্রাহকরা অর্থ লুটকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েও লাভবান হচ্ছেন না। দুর্বল আইনের কারণেই লুটেরারা ধরা-ছোঁয়ার বাইরে আছে বলে জানিয়েছেন বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান ড. এম আসলাম আলম।
আজ বুধবার (১২ মার্চ) রাজধানীর মতিঝিলে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সভাকক্ষে “বিমাখাতে সংস্কার ও আমাদের করণীয়” শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে আসলাম আলম এসব কথা বলেন।
সেমিনারটি আয়োজন করে ইনস্যুরেন্স রিপোর্টার্স ফোরাম (আইআরএফ)। এতে সভাপতিত্ব করেন আইআরএফের সভাপতি গাজী আনোয়ারুল হক।
বিমার উন্নয়ন প্রসঙ্গে ড. এম আসলাম আলম বলেন, আজকে সবার আগ্রহ দেখে বুঝা যাচ্ছে, সবাই বিমা খাত নিয়ে চিন্তিত। সবাই এটার সংস্কার চায়। সবাই বলছেন, বিমা খাত আজ খাদে পড়ে গেছে। কিন্তু আমি বলব, বিমা খাত খাদের ভিতরে পড়ে আছে। আমরা সবাই সম্মিলিতভাবে কাজ করে সেখান থেকে বের করে আনবো।
গ্রাহকরা পাওনা অর্থ চাচ্ছে জানিয়ে তিনি বলেন, অনেক বিমা কোম্পানি বিমার দাবি পরিশোধে করছে না। অনেকে আবার বিমা দাবি পরিশোধের সক্ষমতা হারিয়ে ফেলেছে। এতে বিমা কোম্পানিগুলো গ্রাহকদের দেনা পরিশোধ করতে পারছে না। ফলে বিমার প্রতি অনাস্থা তৈরি হচ্ছে গ্রাহকদের। এছাড়া সুনির্দিষ্ট তথ্যর অভাবে অনেকে আইনি ব্যবস্থায় গিয়েও হেরে যায়। তথ্যর অভাবে লুটকারীরা পার পেয়ে যায়। আপনারা বলছেন, অর্থ লুটকারীর (বিমা কোম্পানি) শেয়ার ও সম্পদ বিক্রি করে গ্রাহকদের দেনা পরিশোধ করতে। কিন্তু কিভাবে করবো। আমাদের বিমা আইন তো সেই ক্ষমতা আমাদের দেয়নি। গ্রাহকদের পাওনা বুঝিয়ে দিতে আমাদের বিমা আইনের সংস্কার জরুরি। অবশ্য এটাতে এখন সবাই একমত।
বিমার বর্তমান পরিস্থিত প্রসঙ্গে ড. এম আসলাম আলম বলেন, এখন বিমার প্রতি মানুষের আস্থার খুবই অভাব। দিনদিন এই সংকট বাড়ছে। এটা কমানোর লক্ষ্যে সবাইকে কাজ করতে হবে। নতুন নতুন গ্রাহকবান্ধব পলিসি গ্রহণ করতে হবে। যথাসময়ে দেনা পরিশোধ করতে হবে। গ্রাহকদের আস্থা বাড়াতে আমরা আপনাদের সহায়তা দিব।
অবাধ তথ্য প্রসঙ্গে ড. এম আসলাম আলম বলেন, তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে চাই। এই লক্ষ্যে কাজ করছি। যেন চাওয়ার আগেই আমরা দিয়ে দিব। আমাদের কাছে আপনাদের আসতে হবে না। আমাদের ওয়েবসাইটে সব দেওয়া থাকবে।