জাপানে ভাষা শিক্ষা কোর্স ফি পাঠানোর সুযোগ

জাপানে স্নাতক ছাড়া ভাষা শিক্ষা কোর্সে ভর্তি এবং প্রয়োজনীয় ফি বাবদ অর্থ পাঠানো যাবে। মঙ্গলবার (১৮ মার্চ) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ বিষয়ে এক নির্দেশনা জারি করেছে।
নির্দেশে বলা হয়, বিদেশে প্রাধিকারভুক্ত অধ্যয়ন বাবদ অর্থ প্রেরণের ক্ষেত্রে স্নাতক শ্রেণিতে ভর্তির জন্য ভাষা শিক্ষা কোর্সের ফি বাবদ রেমিট্যান্স পাঠানো যাবে। তবে এসব রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে গাইডলাইন্স ফর ফরেন এক্সচেঞ্জ ট্রানজেকশন-২০১৮ এর অন্যান্য প্রযোজ্য নির্দেশনা অনুসরণ করতে হবে। এটি বিশেষত তাদের জন্য গুরুত্বপূর্ণ, যারা জাপানে ভাষা শিক্ষা নিতে ইচ্ছুক এবং প্রয়োজনীয় অর্থ বিদেশে প্রেরণ করতে চান।