২৪ ঘণ্টায় যমুনা সেতুতে পৌনে ৩ কোটি টাকা টোল আদায়

ঈদের আনন্দ পরিবারের সঙ্গে ভাগাভাগি করতে মানুষ বাড়ি ফিরছে। নাড়ির টানে বাড়ি ফেরার কারণে উত্তরবঙ্গের প্রবেশদ্বার যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। তাই গত ২৪ ঘণ্টায় সেতুতে দুই কোটি ৭৮ লাখ ৯৯ হাজার ৯০০ টাকা টোল আদায় হয়েছে। আজ বৃহস্পতিবার (২৭ মার্চ) সকাল পর্যন্ত এ টোল আদায় হয়েছে বলে জানিয়েছেন যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল হক খান পাভেল।
সরেজামিনে দেখা গেছে, গতকালের চেয়ে আজকে যানবাহনের চাপ বেড়েছে। আজ অফিস আদালত ছুটি হলেই পুরোদমে শুরু হবে ঈদযাত্রা। এই মহাসড়ক দিয়ে সাধারণ দিনে ১৭ থেকে ১৮ হাজার যানবাহন চলাচল করে। গত ২৪ ঘণ্টায় মহাসড়ক দিয়ে ৩৩ হাজার ৭৬৬টি যানবাহন চলাচল করেছে। ঈদের আগে যানবাহন চলাচল করে প্রায় তিন গুণ।
যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল হক খান পাভেল বলেন, ঈদে ঘরমুখো মানুষ বাড়ি ফিরতে শুরু করেছে। এ কারণে সেতু দিয়ে যানবাহনের চাপ বেড়েছে। গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে ৩৩ হাজার ৭৬৬টি যানবাহন চলাচল করেছে। এতে দুই কোটি ৭৮ লাখ ৯৯ হাজার ৯০০ টাকা টোল আদায় হয়েছে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ বলেন, আজ সকাল থেকে মহাসড়কে কিছুটা যানবাহনের চাপ বাড়তে শুরু করেছে। তবে বাস-ট্রাকের চেয়ে প্রাইভেটকার ও মোটরসাইকেল চলাচল করছে বেশি। ঈদের সময় যত এগিয়ে আসবে মহাসড়কে যানবাহনের চাপও বাড়বে।
ওসি বলেন, এবারের ঈদযাত্রায় পুলিশ আনসারের পাশাপাশি হাইওয়ে পুলিশের পক্ষ থেকে সিরাজগঞ্জের মহাসড়কে ১৫০ জন পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। আশা করছি, কোনো দুর্ভোগ ছাড়াই মানুষ ঘরে ফিরবে।