‘জুনে বাংলাদেশের মূল্যস্ফীতি ৮.৫ শতাংশের নিচে নামবে’

আগামী জুনে বাংলাদেশের মূল্যস্ফীতি ৮ দশমিক ৫০ শতাংশের নিচে নামবে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।
আজ মঙ্গলবার (৮ এপ্রিল) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ কথা জানান।
বাংলাদেশ ব্যাংকে আইএমএফের সঙ্গে চলা বৈঠকে তারা মূল্যস্ফীতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে জানিয়ে আরিফ হোসেন খান বলেন, আগামী জুন নাগাদ মূল্যস্ফীতি ৮ দশমিক ৫০ শতাংশের নিচে নেমে আসবে বলে তারা (আইএমএফ) পূর্বাভাস দিয়েছেন।
আরিফ হোসেন খান বলেন, আইএমএফের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারের সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে মূল্যস্ফীতি আরও কমবে। এটি কেবল কেন্দ্রীয় ব্যাংকের একক দায়িত্ব নয়।
ঋণ পাওয়া প্রসঙ্গে মুখপাত্র বলেন, ‘তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হচ্ছে তারা সন্তুষ্ট। যদি কোনো প্রশ্নের জবাবে তারা সন্তুষ্ট না হন তারা তখন পাল্টা প্রশ্ন করেন। ঋণ পাব আশা করছি।’
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ গণনার ক্ষেত্রে ডাবল কাউন্টিং হচ্ছে না। আইএমএফের নির্দেশনার আলোকে বাংলাদেশ ব্যাংক বর্তমানে রিজার্ভ গণনা করায় তারা সন্তুষ্টি প্রকাশ করেছে।
তারল্য সংকটে থাকা ১১টি ব্যাংকের মধ্যে ছয়টির অবস্থার উন্নতি হয়েছে জানিয়ে তিনি বলেন, এখন আর তাদের তারল্য সহায়তা লাগবে না। তবে পাঁচটি ব্যাংক এখনও দুর্বল অবস্থায় রয়েছে।