অটোপাসের দাবিতে শাহবাগে পলিটেকনিক শিক্ষার্থীরা, পুলিশের বাধা
অতিরিক্ত ফি প্রত্যাহার, অটোপাসের দাবিসহ চার দফা দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেছে পলিটেকনিক শিক্ষার্থীরা। এতে পুরোপুরি যান চলাচল বন্ধ হয়ে গেলে পুলিশ তাদেরকে বাধা দেয়। একপর্যায়ে কয়েকজন আন্দোলনকারীকে আটক করে শাহবাগ থানা পুলিশ।
আজ রোববার বেলা ১১টার দিকে কয়েকটি মিছিল নিয়ে আন্দোলনকারীরা শাহবাগ মোড়ে জড়ো হয়। দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আসা শিক্ষাথীরা এই আন্দোলনে অংশ নেয়। এ সময় তারা ‘আমাদের দাবি, আমাদের দাবি, মানতে হবে মানতে হবে’, 'শেখ মুজিবের বাংলায় বৈষম্যের ঠাঁয় নাই', 'হই হই রই রই শিক্ষামন্ত্রী গেল কই', ‘এক দেশে দুই নীতি-চলবে না চলবে না’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
একপর্যায়ে সকাল সাড়ে ১১টার দিকে তারা শাহবাগ মোড় অবরোধ করলে চারিদিকে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় পুলিশ তাদেরকে লাঠিপেটা করে।
আন্দোলনকারীরা জানায়, পুলিশের লাঠিপেটায় তাদের কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে এবং সাত-আট জন আন্দোলনকারীকে আটক করে শাহবাগ থানায় নিয়ে গেছে।
শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে আছে— কোনোভাবেই এক বছরের ক্ষতি মানা হবে না। প্রথম, দ্বিতীয় ও তৃতীয়, পঞ্চম ও সপ্তম পর্বের ক্লাস চালু করে শর্ট সিলেবাসে পরীক্ষা নিতে হবে। সব ধরনের অতিরিক্ত ফি প্রত্যাহার করতে হবে এবং প্রাইভেট পলিটেকনিকে সেমিস্টার ফি অর্ধেক করতে হবে। ২০২১ সালের মধ্যে ডুয়েটসহ সব প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা বৃদ্ধি করতে হবে।
আন্দোলনকারীদের নেতা সিরাজুল ইসলাম বলেন, ‘করোনায় দেশের সবকিছু এলোমেলো করে দিয়েছে, দোটানায় ফেলেছে আমাদের। এজন্য আমরা কয়েকটি যৌক্তিক দাবি নিয়ে আন্দোলন শুরু করেছি। এটি যা শান্তিপূর্ণ অন্দোলন। আমরা চাই, অবিলম্বে আমাদের অটোপাশ দিতে হবে। অতিরিক্ত ফি আদায় ও সেমিস্টার ফি কমাতে হবে। ডুয়েটসহ বিভিন্ন প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা বৃদ্ধি করতে হবে।’