‘অবৈধ’ নিয়োগ বাতিল ঠেকাতে রাবির প্রশাসন ভবনে তালা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফাইন্যান্স কমিটির সভা ও সিন্ডিকেট সভা পণ্ড করতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন ও উপাচার্যের বাসভবনে তালা ঝুলিয়েছেন ‘অবৈধ’ নিয়োগপ্রাপ্তরা।
আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে ফাইন্যান্স কমিটির একটি সভা হওয়ার কথা ছিল। তাই এই সভা যাতে না হতে পারে সেজন্য তারা এই ভবনগুলোতে তালা ঝুলিয়ে দেন। প্রতিবেদনটি লেখা পর্যন্ত তালাবদ্ধ রয়েছে ভবনগুলো।
জানা যায়, আগামী ২২ তারিখের সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্যের ‘অবৈধ’ নিয়োগ বাতিলের সুপারিশ করা হবে৷ তাই নিয়োগপ্রাপ্তরা প্রশাসন ও উপাচার্যের বাসভবনে তালা ঝুলিয়েছেন৷
জানতে চাইলে নিয়োগপ্রাপ্ত রাবি ছাত্রলীগের সাবেক সহসভাপতি আতিকুর রহমান সুমন বলেন, ‘আজ যদি ফাইন্যান্স কমিটির সভা হয়, তাহলে আগামী ২২ তারিখে সিন্ডিকেট সভা হবে। আমরা শুনেছি, ওই সিন্ডিকেট সভায় আমাদের নিয়োগ সম্পূর্ণভাবে বাতিলের জন্য সুপারিশ করা হবে। সে কারণে সিন্ডিকেট ও ফাইন্যান্স কমিটির সভা যাতে না হয়, সেজন্য আমরা ভবনগুলোতে তালা লাগিয়েছি।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক আনন্দ কুমার সাহা বলেন, ‘তালা লাগানোর ঘটনাটি আমি শুনেছি। এ ধরনের ঘটনা ঘটতে পারে তা কয়েক দিন থেকেই আমি শুনছিলাম। সে কারণে প্রক্টরের মাধ্যমে থানায় মৌখিক ও লিখিতভাবে জানিয়েছি। এ ছাড়াও রাজশাহীর স্থানীয় রাজনৈতিক নেতারা বিষয়টি অবগত রয়েছেন। প্রশাসনের সবার সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
গত ৬ মে উপাচার্য হিসেবে শেষ কার্যদিবস পালন করেন অধ্যাপক এম আব্দুস সোবহান। মেয়াদের শেষ দিনেই অ্যাডহকে নিয়োগ দেন ১৪১ জনকে। বিতর্কিত এই নিয়োগকে ‘অবৈধ ও বিধিবহির্ভূত’ উল্লেখ করে ওইদিন সন্ধ্যায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করে শিক্ষা মন্ত্রণালয়। তদন্ত কমিটি বিশ্ববিদ্যালয়ে এসে তদন্ত করে গত ২৩ মে শিক্ষা মন্ত্রণালয়ে প্রতিবেদন জমা দিয়েছে। এতে এ নিয়োগকে ‘অবৈধ’ উল্লেখ করা হয়। এদিকে, মন্ত্রণালয়ের নির্দেশে তাদের যোগদান স্থগিত রেখেছেন বর্তমানে দায়িত্বপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা।