অর্ধ কোটি শিক্ষার্থী ফল পাবে মঙ্গলবার

Looks like you've blocked notifications!

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি), জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) এবং প্রাথমিক ইবতেদায়ি শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষার ফলাফল আগামীকাল মঙ্গলবার প্রকাশ করা হবে

সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পঞ্চম এবং অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত দুটো সমাপনী পরীক্ষার ফলাফলের অনুলিপি প্রদান করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং প্রাথমিক গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন

সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা বাসস জানায়, সংশ্লিষ্ট দুই মন্ত্রণালয়ে পৃথক সংবাদ সম্মেলনে স্ব স্ব মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে

জেএসসি জেডিসি পরীক্ষা বছরের নভেম্বর থেকে শুরু হয় পরীক্ষায় মোট ২৬ লাখ ৬১ হাজার ৬৮২ জন শিক্ষার্থী অংশ নেন অপরদিকে প্রাথমিক সমাপনি পরীক্ষা শুরু হয় ১৭ নভেম্বর থেকে পরীক্ষায় মোট অংশ নেয় ২৫ লাখ ৫৩ হাজার ২৬৭ জন শিক্ষার্থী কাল এরা সবাই ফল পাবে

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সকাল সাড়ে ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি), জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) এবং প্রাথমিক গণশিক্ষা প্রতিমন্ত্রী প্রাথমিক ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফল প্রকাশ করবেন

ঢাকা মাধ্যমিক উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মুহাম্মদ জিয়াউল হক বলেন, পরে, একই সময়ে ২০২০ শিক্ষাবর্ষের প্রথম দিনে প্রাথমিক থেকে মাধ্যমিক স্তরে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ খায়ের জানান, সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফল হস্তান্তরের পর দুপুর ১২টায় শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলন করে জেএসসি-জেডিসি পরীক্ষার ফল প্রকাশ করা হবে

প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের তথ্য জনসংযোগ কর্মকর্তা রবীন্দ্রনাথ রায় বলেন, দুপুর ১টায় মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে প্রাথমিক ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে