অসহায় মানুষের পাশে জাবির সাবেক শিক্ষার্থীরা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) জাবিয়ান মানবিক সহায়তা ফান্ডের উদ্যোগে দুঃস্থ ও অসহায় ব্যক্তিদের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ২৯তম ও ৩০তম ব্যাচের শিক্ষার্থীদের পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের আমবাগান এলাকায় গতকাল শুক্রবার এ কর্মসূচি পালিত হয়েছে৷ এ সময় প্রায় দুই শতাধিক দুঃস্থ পরিবারের মাঝে ত্রাণ সহায়তা দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের পক্ষ থেকে শারীরিক শিক্ষা অফিসের উপপরিচালক এস এম সাদাত হোসাইন (২৯তম ব্যাচ), আজহার মুকুল (৩০তম ব্যাচ) ও নাজির খান (৩০তম ব্যাচ) এ ত্রাণকার্য পরিচালনা করেন। এ সময় অন্যদের মধ্যে আমিনুল ইসলাম ভুঁইয়া (১৭তম ব্যাচ) ও মো. সোহেল রানা (৪৬তম ব্যাচ) উপস্থিত ছিলেন।
পাথালিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর লেহাজ উদ্দিন বেপারী ও ‘আমবাগান উন্নয়ন কমিটি’র সহায়তায় এ ত্রাণকার্য পরিচালনা করা হয়। এ সময় প্রতিটি পরিবারকে পাঁচ কেজি চাল, এক কেজি ডাল, আলু, পেঁয়াজ, লবণ, তেল ও দুটি করে তিন লেয়ার বিশিষ্ট মাস্ক বিতরণ করা হয়৷
সাবেক শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা অফিসের উপপরিচালক এস এম সাদাত হোসাইন বলেন, ‘করোনা পরিস্থিতিতে ক্যাম্পাস বন্ধ থাকায় ক্যাম্পাসের ওপর নির্ভরশীল শ্রমজীবীরা মারাত্মক আর্থিক সংকটে পড়েছেন। তাদের সহায়তা করতে বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের, বিশেষ করে ২৯তম ও ৩০তম ব্যাচের শিক্ষার্থীদের কাছ থেকে ফান্ড সংগ্রহ করে এ উদ্যোগ গ্রহণ করেছি। প্রথম ধাপে আমরা ২৫০টি পরিবারকে সহায়তা দিয়েছি। পরবর্তী সময়ে সহস্রাধিক দুঃস্থ পরিবারকে সহায়তা দেওয়ার পরিকল্পনা আমাদের আছে৷’
সাবেক শিক্ষার্থী নাজির খান বলেন, ‘আমরা ভালোভাবে খোঁজ-খবর নিয়ে নিতান্তই অভাবী মানুষদের তালিকা তৈরি করেছি। ত্রাণসহায়তা পাওয়ার উপযুক্ত পরিবারকে বাছাই করে সাহায্য করছি। করোনাকাল ছাড়াও জাবির সব ধরনের মানবিক কাজে আমাদের উদ্যোগ অব্যাহত থাকবে৷’