আজ খুলেছে মেডিকেল কলেজ
আজ সোমবার থেকে খুলেছে দেশের সব মেডিকেল কলেজ। এর আগে করোনা পরিস্থিতিতে প্রায় ১৮ মাস বন্ধ থাকার পর গতকাল রোববার খুলে দেওয়া হয় দেশের স্কুল-কলেজগুলো।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক গত ২ সেপ্টেম্বর সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মেডিকেল কলেজ খোলার তথ্য জানিয়েছিলেন। তিনি জানান, এর আগে সব শিক্ষক, শিক্ষার্থী ও কলেজগুলোতে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের শতভাগ টিকা নিশ্চিত করা হবে।
করোনা পরিস্থিতিতে ৫৪৩ দিন বন্ধ থাকার পর গতকাল রোববার থেকে বিশ্ববিদ্যালয় ছাড়া দেশের অন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলেছে। আর, মেডিকেল কলেজগুলো আজ খুলেছে।
করোনা এখনও কাঙ্ক্ষিত মাত্রায় নিয়ন্ত্রণে আসেনি। তবু শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা বিবেচনায় নিয়ে গতকাল থেকে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণিকক্ষে সরাসরি পাঠদান শুরু হয়েছে।
বাংলাদেশে গত বছর ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়।