আসিফ নজরুলের কক্ষের তালা খুলে দিলো প্রশাসন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আসিফ নজরুলের কক্ষে ছাত্র্রলীগের নেতাকর্মীদের দেওয়া তালা খুলে দিয়েছে প্রশাসন। আজ বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে প্রশাসনের লোকজন এসে প্রায় ২৮ ঘণ্টা পর তালা ভেঙে দেয়।
গত মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ‘সুষ্ঠু নির্বাচন হলে কাবুল বিমানবন্দর ধরনের দৃশ্য বাংলাদেশেও হতে পারে’ বলে একটি পোস্ট দেন।
গতকাল বুধবার সিরিজ বোমা হামলা দিবস উপলক্ষে কর্মসূচি শেষে দুপুর দেড়টায় ছাত্রলীগের নেতাকর্মীরা আসিফ নজরুলের বিভাগীয় কার্যালয়ের কক্ষে তালা দেয়।
কক্ষের দরজায় ও দেয়ালে ‘জামাত-শিবিরের এজেন্ট আসিফ নজরুলের বিচার চাই!’, ‘আইএসআই এর পেইড এজেন্ট আসিফ নজরুলের বিচার চাই!’, ‘দেশদ্রোহী আসিফ নজরুলের বিচার চাই!’, ‘জঙ্গিবাদের মদদদাতা আসিফ নজরুলের বিচার চাই!’, ‘তালেবানদের দালাল আসিফ নজরুলের বিচার চাই!’- লেখা পোস্টার লাগানো রয়েছে।
এরপর আজ বিকেল ৪টার দিকে আসিফ নজরুল তালা খুলে দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর আবেদন করেন। তারপরই কর্তৃপক্ষ তালা খুলে দেওয়ার পদক্ষেপ নেয়।
এ ব্যাপারে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, ‘এটি বিশ্ববিদ্যালয়ের কক্ষ। এটি কারো কোনো ব্যক্তিগত কক্ষ নয়। আমরা সবসময় বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তার বিষয়ে কাজ করি। তাই আমি নিজে উপস্থিত থেকে তালা খুলে দিয়েছি। বিশ্ববিদ্যালয়ে যেন অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি না হয় সেদিকে লক্ষ্য রেখে আমাদের সার্বিক বিষয়ে যত্নশীল ও সহনশীল হওয়া উচিত।’
তালা দেওয়ার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না জানতে চাইলে প্রক্টর বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন এ বিষয়ে কাজ করছে। যখন যেটা হবে জানানো হবে।