এবারও পাসের হারে শীর্ষে রাজশাহী বোর্ড

Looks like you've blocked notifications!

এসএসসি পরীক্ষার ফলে পাসের হারে এবারও শীর্ষ অবস্থান ধরে রেখেছে রাজশাহী শিক্ষা বোর্ড। এ বোর্ড পাসের হার ৯০ দশমিক ৩৭ শতাংশ।

আজ রোববার এসএসসি ও সমমানের পরীক্ষার প্রকাশিত ফলে দেখা যায়, এবার গড় পাসের হার ৮২ দশমিক ৮৭ শতাংশ। এর মধ্যে ৯ বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসিতে পাসের হার ৮৩ দশমিক ৭৫ শতাংশ।

তবে রাজশাহী বোর্ডে গত বছরের চেয়ে কিছুটা কমে এবার পাসের হার ৯০ দশমিক ৩৭ শতাংশ। এ বোর্ডে গত বছর পাসের হার ছিল ৯১ দশমিক ৬৪ শতাংশ। আর ৭৮ দশমিক ৭৯ শতাংশ পাসের হার নিয়ে এবারও সবার নিচে অবস্থান করছে সিলেট বোর্ড।

এবার ঢাকা বোর্ডে পাসের হার ৮২ দশমিক ৩৪, কুমিল্লায় ৮৫ দশমিক ২২, বরিশালে ৭৯ দশমিক ৭০, যশোর বোর্ডে ৮৭ দশমিক ৩১, চট্টগ্রাম বোর্ডে ৮৪ দশমিক ৭৫, দিনাজপুর বোর্ডে ৮২ দশমিক ৭৩ ও ময়মনসিংহ বোর্ডে ৮০ দশমিক ১৩ শতাংশ।

আজ সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলের অনুলিপি তুলে দেওয়া হয়। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সেখানে ফলের বিভিন্ন দিক তুলে ধরেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, ডিজিটাল বাংলাদেশে ডিজিটাল পদ্ধতিতে ফল প্রকাশ করেছি।

পরে বেলা ১১টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তন থেকে ফেসবুক লাইভে মাধ্যমিকের ফলের বিস্তারিত তুলে ধরেন শিক্ষামন্ত্রী।