করোনার টিকার জন্য জবি শিক্ষার্থীদের নিবন্ধন প্রক্রিয়া শুরু

Looks like you've blocked notifications!

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের করোনার টিকা দেওয়ার জন্য নিবন্ধন প্রক্রিয়া শুরু করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগামী ১০ জুনের মধ্যে তাঁদের নিবন্ধন করতে বলা হয়েছে।

জবির রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল বৃহস্পতিবার রাতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, জবিতে অধ্যয়নরত স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থী এবং এমফিল ও পিএইচডি গবেষকদের কোভিড-১৯-এর টিকা দেওয়ার লক্ষ্যে তাঁদের তালিকা স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো হবে। এ জন্য জাতীয় পরিচয়পত্রধারী শিক্ষার্থী ও গবেষকদের জরুরি ভিত্তিতে আগামী ১০ জুনের মধ্যে www.jnu.ac.bd/vfc19 এই লিঙ্কে গিয়ে ইংরেজি ক্যাপিটাল লেটারে তথ্য দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরবর্তী সময়ে শিক্ষার্থী ও গবেষকদের কী করণীয়, তা বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।