করোনায় আক্রান্ত ইবি শিক্ষার্থী

Looks like you've blocked notifications!

করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়ের ফোকলোর স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। গত সোমবার ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা করলে তাঁর করোনাভাইরাস শনাক্ত হয়।

 

আক্রান্ত শিক্ষার্থীর ভাই জানান, শারীরিকভাবে অসুস্থ হলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে করোনা পরীক্ষা করা হয়। এতে করোনা পজিটিভ ধরা পড়ে। পরে তাঁকে ঢাকার মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়।

ওই শিক্ষার্থীর গ্রামের বাড়ি বরিশালের উজিরপুর উপজেলায়।

ফোকলোর স্টাডিজ বিভাগের সভাপতি ড. মোস্তাফিজুর রহমান জানান, বিভাগের পক্ষ থেকে কোভিড-১৯ রোগে আক্রান্ত শিক্ষার্থীর নিয়মিত খোঁজ-খবর নেওয়া হচ্ছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ইবি করোনা প্রতিরোধ সেলের আহ্বায়ক অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মণ বলেন, বিষয়টি সম্পর্কে আমি অবগত নই। সংশ্লিষ্ট বিভাগে খোঁজ নিচ্ছি।