করোনা : এক মাসের বেতন অসহায়দের দেওয়ার নির্দেশ

Looks like you've blocked notifications!

শিক্ষার্থীদের এক মাসের বেতনের টাকা অসহায় মানুষকে দেওয়ার নির্দেশ দিয়েছেন ডেমরা ল কলেজের অধ্যক্ষ আখনূখ জাবীউল্লাহ।

ডেমরা ল কলেজ থেকে বিজ্ঞপ্তি দিয়ে এ নির্দেশনা দেওয়া হয়েছে ।

বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের উদ্দেশে বলা হয়েছে, কলেজের এক মাসের বেতনের সমপরিমাণ টাকা দিয়ে কিছু চাল, ডাল, সবান কিনে আপনার আশপাশের দুটি অসহায় পরিবারের মধ্যে বিতরণ করবেন।

বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের বিনা প্রয়োজনে ঘরের বাইরে যেতে নিষেধ করে সরকারের সব নির্দেশাবলী অক্ষরে অক্ষরে পালন করতেও বলা হয়।

ডেমরা ল কলেজের অধ্যক্ষ আখনূখ জাবীউল্লাহ এনটিভি অনলাইনকে বলেন, ‘আপনারা দেখছেন এরই মধ্যে বাংলাদেশে করোনার প্রভাব পরেছে। এতে করে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম ক্রমন্বয়ে বেড়ে চলেছে। পৃথিবীর অন্য দেশগুলোতে সরকার তাদের নাগরিকদের জন্য বিভিন্ন সেবা বিনামূল্যে সরবারহ করছে, কিন্তু আমাদের মতো গরিব দেশের সরকারের সদিচ্ছা থাকলেও তা করতে পারছে না। তাই আমি আমার কলেজের শিক্ষার্থীদের জন্য এমন নির্দেশনা দিয়েছি।’ অধ্যক্ষ আরো বলেন, ‘আমি আশা করব, সমাজের ধনী লোকজন যাতে এগিয়ে আসেন। খেটে খাওয়া মানুষগুলো যেন না খেয়ে কষ্ট না পায়।’