কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে ঢাবিতে ছাত্রলীগের বিক্ষোভ

Looks like you've blocked notifications!
কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীণ ভাস্কর্য ভাঙার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করছে ছাত্রলীগ। ছবি : সাইফুল সুমন

কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীণ ভাস্কর্য ভাঙার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিক্ষোভ মিছিল করছে ছাত্রলীগ। আজ রোববার ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা ঢাবি ক্যাম্পাসের মধুর ক্যান্টিনে উপস্থিত হয়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে বিক্ষোভ করছেন।

ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় বিক্ষোভ সমাবেশে কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার ঘটনায় জড়িতদের বিচারের দাবি জানিয়েছেন এবং রাজধানীর যাত্রাবাড়ীর দোলাইরপাড়ে বঙ্গবন্ধুর যে ভাস্কর্য নির্মাণ করা হচ্ছে, তা যেন তৈরি করা হয়। এ সময় ভাস্কর্যবিরোধীদের প্রতিহত করার আহ্বান জানান ছাত্রলীগের সভাপতি।

ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশে সংগঠনের সভাপতি আল নাহিয়ান খান জয় বলেন, ‘মৌলবাদীদের আর এক চুলও ছাড় দিবেন না। প্রত্যেকটা পাড়ায়-মহল্লায়, যেখানে তারা টাকার বিনিময়ে ওয়াজে কোনো রাজনৈতিক আলোচনা করবে তখনই আপনারাও তাদের প্রতিহত করবেন। আর কোনো ছাড় দেওয়া হবে না। যেখানেই পাওয়া যাবে গণধোলাই দেওয়া হবে।’

ফেসবুকে ওয়াজ মাহফিলে ধর্মের অপব্যাখ্যা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন ছাত্রলীগ সভাপতি। এ সময় তিনি মাদ্রাসার ছাত্রদের উদ্দেশে বলেন, ‘আপনারা কেন এই ধর্ম ব্যবসায়ীদের কথা শুনছেন? হেফাজতে ইসলামের উদ্দেশ্য আমরা জানি। হেফাজতে ইসলাম কিসের হেফাজত করছে? জামাত ইসলামের হেফাজত করছে।’

একই সময় আজ রোববার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে  কুষ্টিয়ার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করেছে যুবলীগ। এ ছাড়া আজ বিকেলে স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ঢাকার সব ওয়ার্ডে বিক্ষোভ মিছিল করার কথা রয়েছে।

কুষ্টিয়ার পাঁচ রাস্তার মোড়ে গত শুক্রবার দিবাগত রাতের কোনো এক সময়ে নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্যের হাত ও মুখের অংশ ভাঙচুর করে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ রোববার এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী।