ক্ষুদ্র নৃ গোষ্ঠীর শিশুরা পেল মাতৃভাষায় বই

Looks like you've blocked notifications!
খাগড়াছড়িতে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করা হয়। ছবি : এনটিভি

খাগড়াছড়ির ৭০৬টি প্রাথমিক বিদ্যালয়ে ১ লাখ ১৭ হাজার ৯৪৫জন শিক্ষার্থীদের হাতে ৪ লাখ ৭২ হাজার ৭৪৯টি বই বিতরণ করা হয়। এবারও মাতৃভাষায় বই পেয়েছে ক্ষুদৃ নৃ গোষ্ঠীর শিশুরা। নতুন করে তৃতীয় শ্রেনীর শিশুদের মাতৃভাষায় বই দেওয়া হচ্ছে।

আজ বুধবার খাগড়াছড়ির কমলছড়ি পাইলট উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমা। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শানে আলম, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য শতরুপা চাকমা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুণ জ্যোতি চাকমা প্রমুখ। এদিকে খাগড়াছড়ির শালবন এলাকায় কালেক্টরেট প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে বই বিতরণ করেন জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস। এ সময় পৌরসভার মেয়র মো. রফিকুল আলম, জেলা প্রতিবন্ধী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়া জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে মাটিরাঙ্গার বাইল্যাছড়ি মুসলিম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনামুল্যে পাঠ্যবই বিতরণ করা হয়। এতে শরণার্থী পুর্নবাসন বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান (প্রতিমন্ত্রী ) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি উপস্থিত থেকে বই বিতরণ করেন।