গান গেয়ে কোভিড রোগীদের মনোবল বাড়ানোর চেষ্টা জবি শিক্ষার্থীর

Looks like you've blocked notifications!
কোভিড রোগীদের মনোবল বাড়ানোর জন্য হাসপাতালে গিয়ে গান শোনান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফতেহ আলী খান আকাশ। ছবি : সংগৃহীত

কোভিড-১৯-এ আক্রান্ত রোগীদের মনোবল বাড়ানোর জন্য হাসপাতালে গিয়ে গান শোনালেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সংগীত বিভাগের শিক্ষার্থী ফতেহ আলী খান আকাশ।

রাজধানীর পান্থপথে অবস্থিত হেলথ অ্যান্ড হোপ হসপিটালের কোভিড জোনে রোগীদের মনোবল ধরে রাখা কিংবা বাড়ানোর জন্য তিনি এই গান শোনান।

ফতেহ আলী খান আকাশ এ বিষয়ে এনটিভি অনলাইনকে বলেন, ‘করোনা রোগীরা অনেক দিন ধরে হাসপাতালে থাকার কারণে অনেকটা মনোবল হারিয়ে ফেলেছে। চিকিৎসক, নার্সরাও ক্লান্ত। এমন পরিস্থিতিতে তাঁদের মনোবল পুনরুদ্ধারের জন্য আমাদের এমন আয়োজন।’

এ ব্যাপারে হেলথ অ্যান্ড হোপ হসপিটাল কর্তৃপক্ষ তাদের ফেসবুক পেজে লেখে, ‘কোভিড চিকিৎসায় অন্যতম অনুষঙ্গ হচ্ছে রোগীর মনোবল ধরে রাখা বা বাড়ানো। হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে গত প্রায় দেড় বছরের অভিজ্ঞতায় দেখা গেছে, থেরাপিউটিক বা ঔষধ চিকিৎসার পাশাপাশি এই মনস্তাত্ত্বিক বুস্ট আপ রোগীদের অনেক ক্ষেত্রেই একাকীত্ব বা মন খারাপের জায়গা থেকে মুক্তি দিতে পারে। কোভিড জোনে রোগীদের সঙ্গে কিছুক্ষণ থেকে সংগীতের মাধ্যমে তাদের মনোবল চাঙা করার প্রয়াস চালানো হয়েছে।’

এরই মধ্যে ফতেহ আলী খান আকাশের গান গাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।