গুচ্ছ পদ্ধতিতে কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
তৃতীয়বারের মতো গুচ্ছ পদ্ধতিতে দেশের আটটি কৃষি বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা একযোগে অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (বশেমুরকৃবি) ক্যাম্পাসে অন্যান্য কৃষি বিশ্ববিদ্যালয়ের মতো বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
২০২১-২২ শিক্ষাবর্ষে আটটি বিশ্ববিদ্যালয়ে তিন হাজার ৫৩৯টি আসনের বিপরীতে ১০টি কেন্দ্রে ৭৯ হাজার ১৫৯ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছে। প্রতিটি আসনের বিপরীতে ২৩ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপরেজিস্ট্রার (জনসংযোগ) মো. মজনু মিয়া বলেন, ভর্তি পরীক্ষা সুন্দর ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হওয়ায় আগত অভিভাবক ও অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।'
বশেমুরকৃবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. গিয়াসউদ্দীন মিয়ার নেতৃত্বে ভর্তি পরীক্ষা কমিটির সদস্যরা পরীক্ষার হলগুলো পরিদর্শন করেন। পরীক্ষা সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন তাঁরা।
এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, প্রক্টর প্রমুখ উপস্থিত ছিলেন।