গুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য বাণিজ্য ও মানবিকের সব শিক্ষার্থী মনোনীত
দেশের ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষায় বাণিজ্য ও মানবিকের আবেদন করা সব শিক্ষার্থী পরীক্ষা দেওয়ার জন্য মনোনীত হয়েছেন।
আজ সোমবার এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও গুচ্ছ ভর্তি পরীক্ষা বিষয়ক টেকনিক্যাল সাব-কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর।
ড. মুনাজ আহমেদ নূর এনটিভি অনলাইনকে বলেন, আমাদের মূল কমিটির সভায় প্রাথমিক আবেদনের ফলাফল চূড়ান্ত হয়েছে, আজ টেকনিক্যাল কমিটির সভা রয়েছে। প্রাথমিক আবেদনের ফলাফলের বিষয়ে সভায় সিদ্ধান্ত হবে।
উপাচার্য মুনাজ বলেন, বাণিজ্য ও মানবিকের প্রাথমিক আবেদনের ফলাফল দেওয়ার কিছু নেই, আবেদন করা সব শিক্ষার্থীই পরীক্ষায় বসতে পারবে। তবে বিজ্ঞান বিভাগের এক লাখ ৩২ হাজার শিক্ষার্থীকে পরীক্ষার জন্য মনোনীত করা হয়েছে। চূড়ান্ত পরীক্ষার আবেদন ফি এক হাজার ২০০ টাকা। চূড়ান্ত পরীক্ষার জন্য আবেদন শুরু হবে আগামী ১ সেপ্টেম্বর থেকে। চলবে এক সপ্তাহ।
পরীক্ষার বিষয়ে ড. মুনাজ আহমেদ নূর বলেন, সব উপাচার্য চাচ্ছেন অক্টোবরের মধ্যেই ভর্তি পরীক্ষাটা নেওয়ার জন্য।
এ বছর (২০২০-২০২১) গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (ঢাকা), ইসলামী বিশ্ববিদ্যালয় (কুষ্টিয়া), শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সিলেট), খুলনা বিশ্ববিদ্যালয় (খুলনা), হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (দিনাজপুর), মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (টাঙ্গাইল), পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পটুয়াখালী), নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোয়াখালী), কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুমিল্লা), জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (ত্রিশাল ময়মনসিংহ), যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যশোর), বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (রংপুর), পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবনা), বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোপালগঞ্জ), বরিশাল বিশ্ববিদ্যালয় (বরিশাল), রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাঙ্গামাটি), রবীন্দ্র বিশ্ববিদ্যালয় (সিরাজগঞ্জ), বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি (গাজীপুর), শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় (নেত্রকোনা), বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জামালপুর)।