চতুর্থ দিনে অনুপস্থিত ১৮,৬০৬ পরীক্ষার্থী
সারা দেশে চলমান এসএসসি ও সমমানের পরীক্ষার চতুর্থ দিন ৯টি সাধারণ শিক্ষাবোর্ডে অনুপস্থিত ছিল ১৮ হাজার ৬০৬ জন পরীক্ষার্থী। অনুপস্থিতির হার এক দশমিক ২১ শতাংশ। পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে আজ ৯৪ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
আন্তশিক্ষাবোর্ডের তথ্য অনুযায়ী, আজ ৯টি সাধারণ শিক্ষাবোর্ডে ছিল ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলে এই পরীক্ষা।
ঢাকা বোর্ডের চার হাজার ৮৫০ জন, রাজশাহী বোর্ডের এক হাজার ৮২৮ জন, কুমিল্লা বোর্ডে দুই হাজার ৩৪২ জন, যশোর বোর্ডের দুই হাজার ২৯ জন, চট্টগ্রাম বোর্ডে এক হাজার ৯৫৮ জন, সিলেট বোর্ডে এক হাজার ১৫০ জন, বরিশাল বোর্ডে এক হাজার ১৯৩ জন, দিনাজপুর বোর্ডে দুই হাজার ১৪৪ জন এবং ময়মনসিংহ বোর্ডে দুই হাজার ১১২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
এ ছাড়া বহিষ্কার হয়েছে ৯৪ জন। তাদের মধ্যে ঢাকা বোর্ডে ১৭, চট্টগ্রামে ২, বরিশালে ১৬, সিলেটে এক, দিনাজপুরে ১২, কুমিল্লায় ১৪ ও ময়মনসিংহ বোর্ডে ৩২ জন পরীক্ষার্থী রয়েছে।
৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে ১৪ লাখ ৯০ হাজার ৭৮৫ জন, দাখিল পরীক্ষায় অংশ নিয়েছে দুই লাখ ৪৭ হাজার ৭৩ জন এবং এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় অংশ নিয়েছে এক লাখ ২২ হাজার ৮০৪ জন।