ছাত্রাবাস থেকে রাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

Looks like you've blocked notifications!
আব্দুল কাদের শরিফের ফেসবুক থেকে নেওয়া পুরোনো ছবি

ছাত্রাবাস থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর অক্ট্রয় মোড় এলাকার ষষ্ঠীবাড়ি ছাত্রাবাস থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মৃত শিক্ষার্থীর নাম আব্দুল কাদের শরিফ। তিনি বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তাঁর বাড়ি কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলায়।

বিষয়টি নিশ্চিত করে মতিহার থানার উপপরিদর্শক আমিরুল ইসলাম বলেন, ‘গতকাল শুক্রবার রাতে খাবার খাওয়ার পর নিজ কক্ষে ঘুমাতে যান শরিফ। তারপর থেকে আর দরজা খুলেননি। আজ দুপুরে তাঁকে অনেক ডাকাডাকির পরও কোনো সাড়া না পেয়ে ৯৯৯ এ কল করেন মেসের অন্যরা। পরে ঘটনাস্থলে গিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও স্থানীয়দের উপস্থিতিতে দরজা ভেঙ্গে কক্ষে প্রবেশ করে তাঁকে নিস্তেজ অবস্থায় পাওয়া যায়। সেখান থেকে রামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।