জগন্নাথ বিশ্ববিদ্যালয় ‘গবেষণা-নির্ভর’ বাজেট করতে চায়

Looks like you've blocked notifications!
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফাইল ছবি

আগামী ৬ সেপ্টেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ৮৫তম সিন্ডিকেট সভায় ২০২১-২২ অর্থবছরের বাজেট পাস করা হবে। এবারের বাজেট গবেষণা-নির্ভর করতে চাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ খাতের উন্নয়নে প্রাধান্য দিচ্ছে প্রশাসন।

আজ শনিবার এনটিভি অনলাইনের সঙ্গে আলাপকালে এমন তথ্য জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো.  ইমদাদুল হক।

উপাচার্য বলেন, ‘২০২১-২২ অর্থবছরের বাজেটে শিক্ষায় গবেষণা খাতটিকে প্রাধান্য দিয়েছি আমরা। গবেষণায় বরাদ্দ বাড়ানো, বিভিন্ন যন্ত্রপাতি কেনার জন্য এই খাতটিকে প্রাধান্য দেওয়া হয়েছে। গবেষণায় উন্নয়নের জন্যই এই খাতে বাজেট বেশি বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। আমরা চেষ্টা করব এই খাতের জন্য ইউজিসি থেকে যতটুকু আনতে পারি।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক ড. কাজী মো. নাসির উদ্দীন বলেন, ‘২০২১-২২ অর্থবছরের বাজেটে গবেষণা খাতে পাঁচ কোটি টাকার মতো প্রস্তাব করা হয়েছে।’

গত ২০২০-২১ অর্থবছরে জবিতে ১৫৭ কোটি ৮০ লাখ টাকার বাজেট পাস করা হয়েছিল; যার মধ্যে গবেষণা খাতের জন্য বরাদ্দ ছিল দুই কোটি টাকা। যা মোট বাজেটের মাত্র প্রায় এক দশমিক ২৬ শতাংশ।

গবেষণায় বেশি বাজেট বরাদ্দের বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গবেষণা সেলের পরিচালক অধ্যাপক ড. মো. নূরে আল আবদুল্লাহ এনটিভি অনলাইনকে বলেন, ‘গবেষণা খাতে বরাদ্দ বেশি দেওয়া হলে তো খুবই ভালো। গবেষণা ছাড়া একটা বিশ্ববিদ্যালয়ের মান কখনও বাড়বে না। গবেষণা দ্বারা যদি বিশ্ববিদ্যালয়ের মান ওপরে উঠে তাহলে তা বিশ্ববিদ্যালয়ের জন্য মঙ্গলজনক।’