জবিতে অগ্নি নির্বাপক যন্ত্র মেয়াদোত্তীর্ণ

Looks like you've blocked notifications!
উপাচার্যের অফিসের সামনে গত ২১ নভেম্বর মেয়াদ শেষ হওয়া অগ্নিনির্বাপক যন্ত্র। ছবি : এনটিভি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আগুন নেভানোর কাজে ব্যবহার হওয়া অগ্নি নির্বাপক যন্ত্রের মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দেয়ালে লাগানো অগ্নিনির্বাপক যন্ত্রের কোনোটিরই এখন মেয়াদ নেই। ফলে কোনো দুর্ঘটনায় ঝুঁকির আশঙ্কা রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের অনুষদ, সব বিভাগ, দপ্তর, কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীদের চলাচল। এমন একটি জায়গায় অগ্নি দুর্ঘটনায় প্রথম ভরসা অগ্নিনির্বাপক যন্ত্র। আর সে অগ্নিনির্বাপক যন্ত্রগুলোরই রাসায়নিক মেয়াদোত্তীর্ণ।

জানা যায়, সম্পূর্ণ বিশ্ববিদ্যালয়ে ৮০টির মতো অগ্নিনির্বাপক যন্ত্র রয়েছে। এক বছর আগে এ যন্ত্রগুলো নতুন করে লাগানো হলেও কিছু কিছু জায়গায় তখন যন্ত্রগুলো পরিবর্তন করা হয়নি।

সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, দপ্তরের দেয়ালে লাগানো অগ্নিনির্বাপক যন্ত্রগুলোর মেয়াদ গত ২১ নভেম্বর শেষ হওয়ার পরও সেগুলো রিফিল করার জন্য এখনও সরিয়ে নেওয়া হয়নি।

গত বছর মেয়াদ শেষ হওয়া একটি অগ্নি নির্বাপক যন্ত্র। ছবি : এনটিভি

এদিকে, পরিসংখ্যান, রসায়নসহ বিজ্ঞান অনুষদের বেশ কয়েকটি বিভাগ ও প্রক্টর অফিসের অগ্নিনির্বাপক যন্ত্রের মেয়াদ গত বছর শেষ হয়ে গেলেও সেগুলো এখনও রিফিল কিংবা পরিবর্তন করা হয়নি।

তবে প্রকৌশল দপ্তর (ইলেক্ট্রিক্যাল) থেকে বলা হয়, খুব দ্রুতই এসব অগ্নিনির্বাপক যন্ত্র পুনরায় ভর্তি করা হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী মো. হেলাল উদ্দিন পাটোয়ারী বলেন, ‘হ্যা মেয়াদ শেষ হয়েছে, দ্রুতই এগুলো আবার রিফিল করা হবে। আজকের ভেতর ফাইল পাঠিয়ে দেওয়া হবে। এখন আর টেন্ডার করা লাগে না, ফায়ার সার্ভিস থেকে সরাসরি অগ্নিনির্বাপক যন্ত্রগুলো রিফিল করা যায়।’

হেলাল উদ্দিন আরও বলেন, ‘যেগুলোর মেয়াদ গত বছর শেষ হয়েছে সেগুলোও সরিয়ে নেওয়া হবে।’