জবিতে অনির্দিষ্টকালের জন্য আঞ্চলিক সংগঠনের সমাবেশ নিষিদ্ধ

Looks like you've blocked notifications!
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফাইল ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ভেতর আঞ্চলিক সংগঠনগুলোর সভা, সমাবেশ ও জমায়েত অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করা হয়েছে। গতকাল সোমবার নিষেধাজ্ঞা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। জবির রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের অভ্যন্তরে কোনো জেলা, উপজেলা বা অঞ্চলভিত্তিক সংগঠন ও সমিতির সভা, সমাবেশ, জমায়েত বন্ধ থাকবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা জারি থাকবে।

নিষেধাজ্ঞার বিষয়ে জানতে চাইলে আজ মঙ্গলবার রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান এনটিভি অনলাইনকে বলেন, ‘এ বিষয়ে প্রক্টর বলতে পারবেন।’

প্রক্টর ড. মোস্তফা কামালের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘অঞ্চলভিত্তিক সংগঠনগুলোর কারণে কিছু সমস্যা তৈরি হওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংগঠনগুলো ক্যাম্পাসের বাইরে কার্যক্রম চালাতে পারবে।’