জবিতে ভর্তি হতে আবেদন করেছে ৪৩ হাজার ৫৫১ জন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ও বিবিএ ১ম বর্ষ সমন্বিত ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ভর্তির জন্য অনলাইনে আবেদন করেছে ৪৩ হাজার ৫৫১ জন। গতকাল শুক্রবার রাতে আবেদনের সময়সীমা শেষ হয়।
আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের আইটি দপ্তরের সহযোগী পরিচালক ড. মো. জুলফিকার মাহমুদ এ বিষয়টি নিশ্চিত করেছেন।
জুলফিকার মাহমুদ বলেন, ভর্তি ইচ্ছুকদের মধ্যে এ ইউনিটে আবেদন করেছে ২৪ হাজার ৯০০ জন, বি ইউনিটে ১০ হাজার ১৪ জন, সি ইউনিটে ৬ হাজার ২৪৮ জন আবেদন করেছে। এদিকে ফিল্ম ও টেলিভিশন বিভাগে ৭৯৫, চারুকলায় ৯০৯, নাট্যকলায় ৩৩৩, সঙ্গীতে ৩৫২ জন আবেদন করেছে।
গত ১৭ অক্টোবর থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ২০২১-২২ শিক্ষাবর্ষে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ও বিবিএ ১ম বর্ষ সমন্বিত ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তির জন্য অনলাইনে আবেদন শুরু হয়। গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষার ১০০ নম্বর, এসএসসি ও এইচএসসি থেকে ২০ নম্বর সহ মোট ১২০ নম্বরের ভিত্তিতে ইউনিট ভিত্তিক মেধা তালিকা করা হবে। ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের প্রথম মেধাতালিকা প্রকাশের সম্ভাব্য তারিখ ৭ নভেম্বর।