জবিতে শীতকালীন ছুটিতেও সেমিস্টার পরীক্ষা চলবে

Looks like you've blocked notifications!
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফাইল ছবি 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বিভিন্ন বিভাগের চলমান পরীক্ষা গ্রহণ শীতকালীন ছুটিতেও চালু থাকবে। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৬ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত পাঁচ দিন শীতকালীন ছুটি চলাকালীন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চলমান সেমিস্টার পরীক্ষা গ্রহণ চালু থাকবে।

২০২০-২১ শিক্ষাবর্ষে চার বছর মেয়াদী স্নাতক (সম্মান) প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের ভর্তি কার্যক্রমও চালু থাকবে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

এ সময় বিশ্ববিদ্যালয়ের সব অনুষদ, বিভাগ, ইনস্টিটিউট ও প্রশাসনিক দপ্তর খোলা থাকবে।

গত ৭ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয়ের করোনার কারণে বিভিন্ন বর্ষের আটকে থাকা সেমিস্টার পরীক্ষাগুলো শুরু হয়েছিল। ইতোমধ্যে এক সেমিস্টারের পরীক্ষা শেষ হয়ে আটকে থাকা আরেক সেমিস্টারের পরীক্ষা শুরু হয়েছে।