জবিতে সশরীরে ক্লাস পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত ১৩ জুন

Looks like you've blocked notifications!

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) করোনা পরিস্থিতির কারণে আটকে থাকা বিভিন্ন বর্ষের চূড়ান্ত পরীক্ষাগুলোর তারিখ একাডেমিক কাউন্সিলের বৈঠকের মাধ্যমে ১৩ জুন জানানো হবে। তবে নিয়মিত চলবে অনলাইন ক্লাস।

আজ মঙ্গলবার উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হকের সভাপতিত্বে তাঁর কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, সব অনুষদের ডিন, রেজিস্ট্রার, ইনস্টিউটসমূহের পরিচালক, বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ, প্রক্টর, ছাত্রকল্যাণ পরিচালক, পরীক্ষা নিয়ন্ত্রক ও পরিবহণ প্রশাসক উপস্থিত ছিলেন।

সভা সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষার বিষয়ে ১৩ তারিখ একাডেমিক কাউন্সিলে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এ বিষয়ে বিজনেস অনুষদের ডিন অধ্যাপক ড. এ কে এম মনিরুজ্জামান বলেন, ‘আমরা সশরীরে পরীক্ষা নেব। পরীক্ষার তারিখ ১৩ জুন একাডেমিক কাউন্সিলের বৈঠকের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। রিভিউ ক্লাস দুই সপ্তাহ হবে। তবে রিভিউ ক্লাস, অ্যাসাইনমেন্ট এসব অনলাইনে নেওয়া হবে।’